দ্য হেগের ডাব শহরতলির মার্কটওয়েগ স্ট্রিট নেদারল্যান্ডসের বেশ কয়েকটি রাস্তার মধ্যে অন্যতম। এই রাস্তার ৬৪ কিলোমিটারজুড়ে রয়েছে শুধুই কমলা রঙ। রাস্তার আশপাশের সব স্থাপনা, রেস্টুরেন্ট এমনটি ময়লার ঝুড়ি পর্যন্ত কমলা রঙ দিয়ে ঢাকা। উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ ২০২৪ উপলক্ষেই নাকি এমন কমলায় সাজানো হয়েছে এই রাস্তাটিকে। ২৫ জুন অস্ট্রিয়ার সঙ্গে খেলবে নেদারল্যান্ডস। মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উঠে এসেছে মার্কটওয়েগ স্ট্রিটের কমলা রঙের কথা।
মূলত: ডাচ সংস্কৃতির বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে এই কমলা রঙ। আর এর রয়েছে দীর্ঘ ইতিহাস। ১৬০৯ সালে স্পেনের অধীন থেকে স্বাধীন হয় নেদারল্যান্ডস। স্বাধীনতার জন্য দীর্ঘদিন যুদ্ধ করতে হয় ডাচদের। আর ওই স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা ছিলেন উইলিয়াম অব অরেঞ্জ। স্পেনীয়রা তাকে হত্যা করে। যেহেতু নেদারল্যান্ডস একক কোনও রাজ্য ছিল না তাই একজন প্রশাসকের অধীনে সমবেত হয় দেশটির ৭টি প্রদেশ। আর অরেঞ্জ পরিবারকে দেওয়া হয় বংশ পরম্পরায় এই প্রশাসকের দায়িত্ব বা অধিকার।
নেদারল্যান্ডসের রাজপরিবার হাউজ অফ অরেঞ্জ। তাই কমলা হল ডাচ রাজপরিবারের রঙ। আজও নেদারল্যান্ডসের জনগণ শ্রদ্ধা করে অরেঞ্জ পরিবারকে। রাজপরিবারকে ভালোবেসে শত শত বছর ধরে এই অঞ্চলের জাতীয় রং হিসাবে বিবেচিত হয়েছে কমলা রঙ। তাই তাদের জার্সির রঙও কমলা। তাদের জাতীয় পতাকার রঙ অবশ্য লাল, সাদা ও নীল।