X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

জি-৭ সম্মেলন: ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪, ২২:১১আপডেট : ১৩ জুন ২০২৪, ২২:১১

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বিশ্বের সাতটি ধনী দেশের নেতাদের জি-৭ সম্মেলনে রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের সহযোগিতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে। বৃহস্পতিবার (১৩ মে) টেলিগ্রামে এক পোস্টে তিনি এই আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেছেন, সম্মেলনের বড় অংশ ইউক্রেন, আমাদের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সহনশীলতার জন্য বরাদ্দ থাকবে।

হোয়াইট হাউজ বলেছে, রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে প্রতি বছর ইউক্রেনের জন্য ৫০ বিলিয়ন ডলার বরাদ্দে মার্কিন পরিকল্পনায় ভালো অগ্রগতি অর্জন করেছে জি-৭।

ইতালির দক্ষিণাঞ্চলীয় শহর পুগলিয়াতে জি-৭ সম্মেলনে হাজির হয়েছেন জেলেনস্কি। বৃহস্পতিবার তিনি জাপানের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছেন। একই ধরনের চুক্তি যুক্তরাষ্ট্রের সঙ্গেও স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।

জি-৭ দেশগুলোর মধ্যে রয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে হামলার পর এই দেশগুলো ইউক্রেনকে গুরুত্বপূর্ণ আর্থিক ও সামরিক সহযোগিতা দিয়ে আসছে।

জি-৭ দেশগুলো ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক রাশিয়ার জব্দকৃত সম্পদের পরিমাণ প্রায় ৩২৫ বিলিয়ন ডলার। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের বেশিরভাগ সম্পদ বেলজিয়ামে রয়েছে।

আন্তর্জাতিক আইন অনুসারে, রাশিয়ার জব্দকৃত সম্পদ দেশগুলো ইউক্রেনকে দিতে পারে না। কিন্তু রুশ সম্পদ থেকে প্রতি বছর বিপুল পরিমাণ সুদ আয় হচ্ছে। প্রতি বছর সুদের পরিমাণ প্রায় ৩ বিলিয়ন ডলার। ফলে এই সুদকে সৃজনশীল উপায়ে কাজে লাগাতে চাইছে দেশগুলো। 

পরিকল্পনা অনুসারে, আন্তর্জাতিক বাজার থেকে একটি ঋণ গ্রহণ করে প্রতিবছর ৫০ বিলিয়ন ডলার দেওয়া হবে ইউক্রেনকে। ঋণের কিস্তি পরিশোধে রুশ সম্পদের সুদ থেকে ৩ বিলিয়ন প্রতি বছর পরিশোধ করা। 

তবে এমন কিছু বাস্তবায়নে বেশ কিছু জটিলতা এখনও রয়েছে। যেগুলোর সমাধান হয়নি।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
১৩ জুন ২০২৪, ২২:১১
জি-৭ সম্মেলন: ইউক্রেন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা জেলেনস্কির
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলার সাক্ষী ও বাদীর বক্তব্যে অসঙ্গতি
ইউআইইউ’র সমাধান কোন পথে?
ইউআইইউ’র সমাধান কোন পথে?
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু