X
বুধবার, ০৩ জুলাই ২০২৪
১৮ আষাঢ় ১৪৩১

ইউক্রেনের আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা জেলেনস্কির

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুন ২০২৪, ১৭:৩৬আপডেট : ০৭ জুন ২০২৪, ১৭:৩৬

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামরিক সহযোগিতার জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, শিগগিরই ইউক্রেনীয় আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা রয়েছে তারা। এর একদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনকে মিরেজ ২০০০ যুদ্ধবিমান সরবরাহ করবে প্যারিস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

পশ্চিমা মিত্ররা ইউক্রেনকে গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা সরবরাহে অনেক দেরি করছে বলে অভিযোগ করে আসছিলেন জেলেনস্কি। রাশিয়ার হামলা প্রতিহত ও যুদ্ধে জয়ী হতে সহযোগিতা করবে এমন অস্ত্রগুলো না পাওয়ায় অসন্তুষ্ট ছিলেন তিনি।

ডি-ডে এর ৮০তম বার্ষিকী উপলক্ষে নরমান্ডিতে আয়োজিত অনুষ্ঠানে আকাশে ওড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধবিমানের কথা ইঙ্গিত করে জেলেনস্কি বলেছেন, নরমান্ডির আকাশে যেসব যুদ্ধবিমান দেখা যাবে সেগুলোর কয়েকটি একদিন ইউক্রেনে আকাশেও ওড়বে, এই বিষয়ে আমি নিশ্চিত।

বৃহস্পতিবার ডি-ডে’র আয়োজনে অংশ নিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। তিনি বলেছেন, ইউক্রেনীয় পাইলটদের অধীনে আপনাদের (ফ্রান্স) যুদ্ধবিমান প্রমাণ করবে ইউরোপ শক্তিশালী, যারা ইউরোপকে হুমকি দেওয়ার সাহস করে তাদের চেয়ে শক্তিশালী।

তিনি আরও বলেছেন, ৮০ বছর আগের আমরা এখনও আমাদের ঐক্যের শক্তি, আমাদের জোটের শক্তি এবং পারস্পরিক আদর্শের শক্তি প্রমাণ করতে পারি ।

একই অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনের পাশে থাকা এবং রুশ অত্যাচারের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছেন।

ডি-ডে’র সঙ্গে ইউক্রেনকে সহযোগিতার কথা যুক্ত করেছেন ম্যাক্রোঁও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন দুর্বল হবে না। ফ্রান্স কতটি মিরেজ যুদ্ধবিমান সরবরাহ করবে তা নির্দিষ্ট করে বলেননি তিনি। কিংবা কবে ও কেমন আর্থিক শর্তে এগুলো সরবরাহ করা হবে তাও জানাননি। তবে তিনি বলেছেন, চলতি বছরের গ্রীষ্মে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে ফ্রান্স।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
০৭ জুন ২০২৪, ১৭:৩৬
ইউক্রেনের আকাশে ফরাসি যুদ্ধবিমান দেখার প্রত্যাশা জেলেনস্কির
সম্পর্কিত
ইউক্রেনের একাধিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়ার
ফ্রান্সে কট্টর ডানপন্থিদের উত্থান, ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় মুসলিমরা
মোদির সফরে রাশিয়া-ভারত বাণিজ্য বাড়বে: ক্রেমলিন
সর্বশেষ খবর
মৌলভীবাজারে ভারী বৃষ্টি, ৩ লাখ বাড়িঘর প্লাবনের শঙ্কা
মৌলভীবাজারে ভারী বৃষ্টি, ৩ লাখ বাড়িঘর প্লাবনের শঙ্কা
১৯ নভেম্বর,  দিনটি শুধু পেলের জন্য
১৯ নভেম্বর, দিনটি শুধু পেলের জন্য
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?
ব্রাজিলের ‘কলম্বিয়া পরীক্ষা’ কখন, কোথায় দেখবেন?
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
থানার গ্রিল ভেঙে পালিয়ে গেলো আসামি, দুই পুলিশ সদস্য বরখাস্ত
সর্বাধিক পঠিত
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
এনবিআরে মতিউরদের সংখ্যা কত?
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
শান্তর বক্তব্য গ্রহণযোগ্য নয়: পাপন
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
এলপিজি সিলিন্ডারের দাম বাড়লো
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
কাঁঠাল দিয়ে বানিয়ে ফেলুন মজাদার এই ডেজার্ট
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী 
১৪ খেলোয়াড়কে দলভুক্ত করেছে আবাহনী