X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বেলারুশ সীমান্তে নিরাপত্তা জোরদারে বড় বিনিয়োগের পথে পোল্যান্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৮ মে ২০২৪, ২১:২৭আপডেট : ১৮ মে ২০২৪, ২১:২৮

বেলারুশের সঙ্গে সঙ্গে পূর্ব সীমান্তে নিরাপত্তা জোরদারের জন্য ২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে পোল্যান্ড। রাশিয়া ও বেলারুশের হুমকি মোকাবিলায় দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার জন্য এই বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (১৮ মে) জানিয়েছেন প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২০২১ সাল থেকে অভিবাসীদের ইউরোপে প্রবেশে বেলারুশের সঙ্গে পোল্যান্ড সীমান্ত গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে উঠেছে। রুশ মিত্র বেলারুশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মানুষদের নিজেদের ভূখণ্ড দিয়ে পোল্যান্ডে প্রবেশে উৎসাহিত করছে। যা ইউরোপে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশের একটি নতুন অনানুষ্ঠানিক রুট তৈরি করেছে। এই পদক্ষেপ নেওয়ায় ইউরোপীয় ইউনিয়ন বলছিল, সংকট সৃষ্টি করতে এই উদ্যোগ নিয়েছে বেলারুশ।

২০২২ সালে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকেই রাশিয়া-পোল্যান্ড সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। তাই প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে পোল্যান্ড। দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার জন্য রাশিয়া ও বেলারুশকে অভিযুক্ত করেছে পোলিশ সরকার।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ২.৫৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। বিশেষ করে পূর্ব সীমান্তের নিরাপত্তার জন্য।

কোন ধরনের প্রতিরক্ষা তৈরি করা হবে তার বিস্তারিত না জানিয়ে তিনি বলেন, একটি সুরক্ষিত সীমান্ত নির্মাণের জন্য একটি বড় প্রকল্প শুরু করছি। যার মধ্যে একটি প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি সীমান্ত ব্যবস্থাপনা ও পরিবেশগত বিষয় রয়েছে। যা শত্রুদের সীমান্ত অতিক্রম করতে বাধা দেবে।

অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য পোলিশ-বেলারুশিয়ান সীমান্তে একটি বেষ্টনী তৈরি করেছিল পূর্ববর্তী সরকার। যা ১৮০ কিলোমিটার দীর্ঘ এবং ৫.৫ মিটার উঁচু ছিল। এই সীমান্ত বেষ্টনীতে নজরদারি ক্যামেরা ও সেন্সর আছে।

এর আগে মে মাসের শুরুর দিকে বিস্তারিত কিছু না জানিয়ে পূর্ব সীমান্তকে শক্তিশালী করার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন টাস্ক।

পোলিশ প্রধানমন্ত্রী বলেছেন, ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভের স্যাটেলাইট উপাদানের জন্য ৫০০ মিলিয়ন জলটি (পোলিশ মুদ্রা) অর্থায়নের বিষয়ে সোমবার ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের সঙ্গে কথা বলবেন তিনি।

ইউরোপীয় স্কাই শিল্ড ইনিশিয়েটিভ হলো একটি সাধারণ আকাশ প্রতিরক্ষা প্রকল্প। ২০২২ সালে এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এটিকে ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে তুলনা করেছেন টাস্ক।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
গাজায় ত্রাণ বন্ধের অভিযোগবিশ্ব আদালতের শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল
সর্বশেষ খবর
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য
ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার সম্পর্কে এশিয়াটিক থ্রিসিক্সটি’র বক্তব্য
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত
আওয়ামীপন্থি ৬১ আইনজীবীর জামিন স্থগিত
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
রাখাইনের জন্য মানবিক করিডর নিয়ে সরকার কি লুকোচুরি খেলছে, প্রশ্ন নুরের
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ