X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৪, ১৫:২২আপডেট : ০৯ মে ২০২৪, ১৫:২৯

চাকরিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব নিয়ে বিতর্ক বেড়েই চলেছে। ইনস্টিটিউট অব পাবলিক পলিসি রিসার্চ (আইপিপিআর) বলছে, এআই -এর কারণে যুক্তরাজ্যে ৮০ লাখের মতো কর্মী তাদের চাকরি হারাতে পারেন। কেননা, প্রযুক্তিটি এই সব কর্মীদের কাজগুলো খুব সহজেই সম্পাদন করতে সক্ষম। তবে কেমব্রিজশায়ারের একটি সংস্থা বলছে ভিন্ন কথা। তারা এআইকে মানুষের বিকল্প হিসেবে ব্যবহার না করে বরং এর সাহায্যে কায়িকশ্রম দেন এমন কর্মীদের কর্মজীবন বাড়ানোর চেষ্টা করছে। বুধবার (৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, পেশী শক্তি ব্যবহার করে মানুষকে যেসব কাজ করতে হয়, সেসব কাজে এআই –এর ব্যবহার শ্রমিকদের শারীরিক ক্ষতির ঝুঁকি এড়াতে সাহায্য করবে। উদাহরণসরূপ মেকানিকের কাজের কথা বলা হয়েছে। একজন মেকানিকের কাজ মানব শরীরের জন্য কঠিন হতে পারে। কেননা, যানবাহনের নীচে কাজ করার জন্য তার শরীরকে প্রচুর বাঁকাতে, উত্তোলন এবং প্রসারিত করতে হয়।

এই ধরনের কাজ করার ফলে একজন মেকানিকের পেশী ও কঙ্কালের সমস্যা দেখা দিতে পারে। এতে তার পিঠ, জয়েন্ট এবং পেশীতে ব্যথার সৃষ্টি হয়। ২০২২-২৩ সালে এ ধরনের সমস্যায় ভুগেছেন যুক্তরাজ্যের ৪ লাখ ৭৩ হাজার কর্মী।

ফলে কিছু মানুষ তাদের পছন্দের চাকরিটি ছেড়ে দিতে বাধ্য হন। তবে এই সমস্যা রোধে কিম্বল্টনের জার্মান অটোওয়ার্কস এআই এর ব্যবহার শুরু করেছে। দৈনন্দিন কাজগুলো করার সময় টেকনিশিয়ানদের ছবি ও ফুটেজ নেন তারা। তারপর এআই সেগুলো বিশ্লেষণ করে এবং শরীরের চাপের পয়েন্ট এবং সম্ভাব্য সমস্যার ক্ষেত্রগুলো চিহ্নিত করে।

বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই। ছবি: ওকাডো গ্রুপ

এর পর কোম্পানিটি এআই থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কর্মীদের জন্য খোলা বাজার থেকে নির্দিষ্ট এক্সোস্কেলটন বা এক ধরনের বিশেষ পোশাক কেনেন। কাজের সময় এই পোশাকের ব্যবহার কর্মীদের শাররিক চাপ কিছুটা কমাতে সাহায্য করবে।

জন ম্যাকগাঘি নামের একজন প্রযুক্তিবিদ বিবিসিকে বলেছিলেন, ‘পরিধান করার কয়েক মিনিট পর এটিকে একটি সাধারণ পোশাক বলে মনে হবে। আপনি বুঝতেই পারবেন না যে এটি গায়ে আছে।’

তিনি বলেছিলেন, ‘একটি ২০ কেজি ওজনের চাকা আপনার কাছে তখন এর অর্ধেক বলে মনে হবে। আর কোনও ধরনের ব্যথা অনুভব না করায় আপনি কাজটিকে উপভোগ করতে শুরু করবেন।’

হার্টফোর্ডশায়ার-ভিত্তিক স্ট্যানলি হ্যান্ডলিং এআই -এর এই প্রযুক্তিটি সরবরাহ করেছে। তাদের বিশ্বাস, ব্যক্তিগত সুরক্ষার ক্ষেত্রে এই ধরনের সিস্টেমগুলো হার্ড হ্যাট বা হাই-ভিস জ্যাকেটের মতো ভবিষ্যতে স্ট্যান্ডার্ড পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) হয়ে উঠবে।

তবে এই ধরনের কাজ এআই দিয়ে স্বয়ংক্রিয়ভাবে করা যাবে কি না বা করা উচিত কি না এমন প্রশ্নের জবাবে কোম্পানিটির সমাথান বিষয়ক কনসালটেন্ট আন্দ্রে জুটেল বলেন, কিছু ক্ষেত্রে এটা অসম্ভব বা অবাস্তব। তিনি বলেন, ‘ব্যবসা গতিশীল। যে কাজের আর প্রয়োজন পড়ে  না এটি সেগুলো পরিবর্তন করে।’

এসময় তিনি আরও বলেন, ‘আমি ১ লাখ ইউরো মূল্যের যন্ত্রপাতিকে কয়েক মাসের মধ্যেই অপ্রয়োজনীয় হয়ে যেতে দেখেছি। কেননা, একটি নির্দিষ্ট উদ্দেশ্যেই শুধু এটি ডিজাইন করা হয়েছে। তবে মানুষ অনেক নমনীয় এবং তারা বিভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। তাই আমরা মনে করি তাদের সাহায্য করার দিকেই মনোনিবেশ করা ভালো।’

/এএকে/
সম্পর্কিত
যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া
পাকিস্তানের হেফাজতে ভারতীয় সীমান্তরক্ষী, উত্তেজনা আরও বাড়ছে 
কানাডার নির্বাচনে নাটকীয় জয় লিবারেল পার্টিরযুক্তরাষ্ট্রের সঙ্গে পুরোনো সম্পর্ক শেষ: মার্ক কার্নি
সর্বশেষ খবর
নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন
নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার আবেদন
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
গাইবান্ধায় মা-বাবাকে মারধর করে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, ৩ ঘণ্টা পর উদ্ধার
কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: মৎস্য উপদেষ্টা
কোম্পানির মুনাফার জায়গা গোখাদ্য হতে পারে না: মৎস্য উপদেষ্টা
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
মোহামেডান সমর্থকের দিকে মাহমুদউল্লাহর তেড়ে যাওয়ার ঘটনা নিয়ে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!