ফ্রান্সের একটি স্কুলে ছুরি হামলায় এক শিক্ষক নিহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবারের এই হামলায় আরও দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন বলেছেন, উত্তরাঞ্চলীয় শহর আরাসের গাম্বেতা উচ্চ বিদ্যালয়ে এই হামলা হয়েছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশকে উদ্ধৃত করে এএফপি জানিয়েছে, হামলাকারী ‘আল্লাহু আকবর’ স্লোগান দিয়ে হামলা চালায়।
হামলাকারীর বয়স বিশের কোটায় বলে ধারণা করা হচ্ছে।
ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, হামলাকারীর ভাইকেও পুলিশ আটক করেছে। নিহত শিক্ষক স্কুলের ফরাসি ভাষা পড়াতেন। ছুরিকাঘাতে এক ক্রীড়া শিক্ষক আহত হয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, হামলাকারী স্কুলটির একজন সাবেক শিক্ষার্থী। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ স্কুলটি পরিদর্শন করতে পারেন।