X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রাক্টর দিয়ে পতিত জমিতে পিকাসোর প্রতিকৃতি

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১১:১২আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১১:১২

বিংশ শতাব্দীর প্রতিভাবান শিল্পীদের একজন পাবলো পিকাসো। এই স্প্যানিশ চিত্রশিল্পীর মৃত্যুর ৫০তম বার্ষিকী উপলক্ষে ট্রাক্টর ব্যবহার করে খোলা ময়দানে বিশাল প্রতিকৃতি তৈরি করে সাড়া ফেলেছেন ইতালীয় শিল্পী দারিও গাম্বারিন।

ভেনিসের ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কাস্তাগনারো পৌরসভার পতিত ভূমিতে এই কিংবদন্তির প্রতিকৃতি তৈরি করেছেন তিনি। 

পাবলো রুইজ পিকাসোর জন্ম ১৮৮১ সালের ২৫ অক্টোবর দক্ষিণ স্পেনের ভূমধ্যসাগরের তীরবর্তী মালাগা শহরে। মা মারিয়া পিকাসো লোপেজ ও বাবা হোসে রুইজ ব্লাসকো। স্পেনীয় ঐতিহ্য অনুযায়ী নামের মধ্যে তার মা ও বাবার নাম জড়িয়ে আছে। মায়ের কাছ থেকে পাওয়া ‘পিকাসো’ নামটি দিয়েই বিশ্বজোড়া পরিচিতি তার।

গাম্বারিনের ভাষ্য, পিকাসোর ১৯০৭ সালের স্ব-প্রতিকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে এই কাজটি করেছেন তিনি। এটি স্প্যানিশ শিল্পীর বৃহত্তম প্রতিকৃতি।

পাবলো পিকাসো তার জীবনে ২০ হাজারের বেশি চিত্রকর্ম, ভাস্কর্য, সিরামিকসহ আরও অনেক কিছু রেখে গেছেন। তার অনেক মূল্যবান চিত্রকর্ম বিশ্বের কয়েকটি দেশের জাদুঘরে সংরক্ষিত আছে। ১৯৭৩ সালের ৮ এপ্রিল ফ্রান্সের মুগিন্সে মৃত্যুবরণ করেন তিনি।

দারিও গাম্বারিন বলেন, বিশাল প্রতিকৃতিটি পিকাসোকে উৎসর্গ করতে চেয়েছি আমি, কারণ তিনি সেইসব শিক্ষকদের একজন যাদের কাছ থেকে কখনোই শেখার শেষ নেই।

এবারই প্রথম নয়, আগেও বিশ্বের অনেকের প্রতিকৃতি তৈরি করে আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের একটি বিশাল প্রতিকৃতি তৈরিতে তিনি ট্রাক্টর ব্যবহার করেন।

২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডি হত্যাকাণ্ডের ৫০ বছর পূর্তিতে প্রতিকৃতি তৈরি করেন। বাদ যাননি ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা। ট্রাক্টর দিয়ে তিনি তাদেরও প্রতিকৃতি তৈরি করেছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

 

/এলকে/এএ/
সম্পর্কিত
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
যুক্তরাষ্ট্রজুড়ে আবারও ট্রাম্পবিরোধী বিক্ষোভ
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
সর্বশেষ খবর
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
নেপাল ও বাংলাদেশ কাবাডি টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
হাতিরঝিলে যুবদলের কর্মীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
চাঁদপুরে ভিমরুলের কামড়ে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত