X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

সেনজেন অঞ্চলে যুক্ত হলো ক্রোয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৩, ১৯:৩৭আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ০৯:১৮

নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরো ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া। ইংরেজি নতুন বছরের প্রথম দিন রবিবার দেশটি ইউরো ব্যবহার শুরু করে। একই সঙ্গে তারা ইউরোপের পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে। প্রায় এক দশক আগে ইইউতে যোগদানের পর এই দুটি পদক্ষেপ দেশটির জন্য বড় মাইলফলক। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

শনিবার দিবাগত রাতে বলকান রাষ্ট্রটি নিজেদের মুদ্রা কুনাকে বিদায় জানায় এবং ইউরো ব্যবহারকারী ২০তম দেশে পরিণত হয়।

ক্রোয়েশিয়া এখন পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলের ২৭তম দেশ। এমন পাসপোর্টমুক্ত অঞ্চল এটিই বিশ্বে সর্ববৃহৎ। এর ফলে ইইউ’র ৪০ কোটির বেশি মানুষ ব্লকের সদস্য দেশগুলোর মধ্যে মুক্তভাবে চলাচল করতে পারে।  

ইইউ প্রধান উরসুলা ভন ডের লিয়েন টুইটারে লিখেছেন, এটি নতুন সূচনার সময়।

ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ ও স্লোভেনিয়ার প্রেসিডেন্ট নাতাসা পির্ক মুসারের সঙ্গে ইইউ সদস্য স্লোভেনিয়ার সীমান্ত ক্রসিংয়ে মিলিত হন ভন ডের লিয়েন। পরে সেখান থেকে জাগরেভের উদ্দেশে রওনা দেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, মুদ্রা হিসেবে ইউরোকে গ্রহণ করার ফলে মূল্যস্ফীতি বৃদ্ধির সময় ক্রোয়েশিয়ার অর্থনীতি রক্ষাকবচ পাবে।

তবে এই দুটি পদক্ষেপ নিয়ে ক্রোয়েশিয়ার নাগরিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, ইউরো গ্রহণের ফলে তাদের জীবনযাত্রার ব্যয় বাড়বে।  

জাগরেভের এক শিক্ষক ইভানা টনসিক বলেন, কঠিন হবে। মূল্য এমনিতেই চড়া, তা আরও বাড়বে।

কিন্তু একটি ট্যুরিস্ট এজেন্সির কর্মকর্তা মার্কো পাভিচ বলছেন, ক্রোয়েশিয়া অভিজাত ক্লাবে যুক্ত হচ্ছে। ইউরো ইতোমধ্যে মূল্য নির্ধারণকারী হয়ে গেছে। মানসিকভাবে এটিই নতুন কিছু না। কিন্তু সেনজেন অঞ্চলে যুক্ত হওয়া পর্যটনের জন্য দারুণ খবর।

আনুষ্ঠানিকভাবে শনিবার মধ্যরাতে ইউরো গ্রহণ করলেও ক্রোয়েশিয়ায় এই মুদ্রার ব্যাপক প্রচলন রয়েছে। দীর্ঘদিন ধরেই ক্রোয়েশীয়রা নিজেদের গাড়ির ও বাড়ির মতো মূল্যবান সম্পদের মূল্য ইউরোতে নির্ধারণ করছেন। যা দেশটির মুদ্রার প্রতি জনগণের অনাস্থার প্রতিফলন।

সাবেক যুগোস্লাভ প্রজাতন্ত্র ক্রোয়েশিয়ার জনসংখ্যা ৩.৯ মিলিয়ন। ১৯৯০ দশকে স্বাধীনতার জন্য যুদ্ধ করে দেশটি। ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয় দেশটি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
কাশ্মীর ইস্যুতে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক
পারমাণবিক আলোচনার সাফল্য নিয়ে ‘চরম সতর্ক’ ইরান
ইরানের বন্দরে রাসায়নিক বিস্ফোরণে নিহত বেড়ে ১৮
সর্বশেষ খবর
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
এই বছর বার্সাকে সামলাতে পারবে না রিয়াল: ইয়ামাল
জয়কে হত্যাচেষ্টা: শফিক রেহমানের আপিল শুনানি শেষ
জয়কে হত্যাচেষ্টা: শফিক রেহমানের আপিল শুনানি শেষ
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
বিশেষ ক্ষমতা আইনের মামলায় আমির খসরুসহ ৫ জনের খালাস
কাশ্মীর ইস্যুতে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক
কাশ্মীর ইস্যুতে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক
সর্বাধিক পঠিত
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
আবার চালু হচ্ছে পরিত্যক্ত ৭ বিমানবন্দর, সবার আগে বগুড়া
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়
ভ্যাটিকান সিটিতে বিশ্বনেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়