X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

হংকংয়ে অভিনেতাসহ ১২ জনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মার্চ ২০২৪, ১৭:০০আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১৭:০০

২০১৯ সালে গণতন্ত্রপন্থি বিক্ষোভ চলাকালীন আইনসভায় হামলার অভিযোগে এক অভিনেতাসহ ১২ জনকে কারাদণ্ড দিয়েছে হংকংয়ের একটি আদালত। শনিবার (১৬ মার্চ) তাদেরকে চার বছর থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ড দেয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

হংকংয়ের কোনো বাসিন্দা চীনে গিয়ে অপরাধ করলে তার বিচারের জন্য ঐ ব্যক্তিকে চীনে পাঠানো যাবে, এমন একটি বিল উত্থাপন করা হয় ২০১৯ সালে৷ ওই বিল বাতিলের দাবিতে অন্তত তিন মাস ধরে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা। বিক্ষোভ চলাকালীন ১ জুলাই শহরের একটি আইন পরিষদ ভবনে ভাঙচুর চালায় তারা। এই বিক্ষোভকারীদের মধ্যে অভিনেতা  গ্রেগরি ওং ছিলেন। অভিনেতা ১২ জনকেই আইন পরিষদে ভাঙচুর ও বিক্ষোভে অংশ নেয়ার  অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।

জেলা আদালতের বিচারক লি চি-হো গ্রেগরি ওংসহ তাদের বিরুদ্ধে এ সাজা ঘোষণা করেন। ৪৫ বছর বয়সী ওং ছয় বছর দুই বছর কারাগারে ছিলেন। রাজনৈতিক কর্মী ভেন্টাস লে এবং ওহ চৌওকে যথাক্রমে ৫৪ মাস ২০ দিন এবং ৬১ মাস ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দুই সাংবাদিককে দাঙ্গার জন্য দোষী সাব্যস্ত করা না হলেও, তাদেরকে জ৭ওর করে আইন পরিষদ কক্ষে প্রবেশের জন্য সাজা দেওয়া হয়েছে।

২০১৯ সালের ওই বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ১০ হাজার ২০০ মানুষকে আটক করা হয়। এদের মধ্যে দুই হাজার ৯৩৭ জনের বিরুদ্ধে দাঙ্গা, বেআইনিভাবে সভা-সমাবেশ করা এবং ভাংচুরসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িতের অভিযোগ আনা হয়।

সাবেক ব্রিটিশ উপনিবেশ হংকংকে ‘এক দেশ দুই ব্যবস্থা’ নীতির আওতায় ১৯৯৭ সালে চীনের কাছে হস্তান্তর করা হয়। তখন থেকেই চীনা কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে হংকংয়ের স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক-সামাজিক সংরক্ষণ চুক্তি লঙ্ঘনের অভিযোগ করে আসছেন সমালোচকরা।  

/এস/
সম্পর্কিত
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
সামগ্রিক যুদ্ধ সক্ষমতা যাচাই করতে ফিলিপাইন-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া
পরলোকে পাড়ি জমালেন পোপ ফ্রান্সিস
সর্বশেষ খবর
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি
২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি
‘কুয়েটের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে’
‘কুয়েটের সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে আলোচনা চলছে’
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক