কাশ্মীরে সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার দিবাগত রাতেই তিনি ভারতে ফিরছেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু এ খবর জানিয়েছে।
সফরের শেষ দিন সৌদি সরকারের দেওয়া নৈশভোজে অংশ না নিয়েই ভারত ফিরছেন মোদি। তার ফিরে আসার কথা ছিল বুধবার রাতে। তবে এখন তিনি মঙ্গলবার দিবাগত রাতেই ভারতে পৌঁছাবেন।
কাশ্মীরের পাহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় সারা ভারতে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। এ ঘটনায় প্রধানমন্ত্রী মোদি আগেই সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বলেছিলেন, দোষীরা উপযুক্ত শাস্তি পাবে।