X
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫
২১ চৈত্র ১৪৩১

বাণিজ্য যুদ্ধে চীনের পাল্টা আঘাত, মার্কিন পণ্যে ৩৪ শতাংশ শুল্কারোপ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ এপ্রিল ২০২৫, ২০:০৬আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২২:৩১

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে নতুন মাত্রা যোগ করল চীন। শুক্রবার (৪ এপ্রিল) মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং। এর মধ্য দিয়ে বাণিজ্য যুদ্ধের ইতিহাসে সবচেয়ে বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা আরও বাড়িয়েছে। বিশ্বব্যাপী শেয়ারবাজারেও এর প্রভাব পড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

চীন কিছু বিরল মৌলের রফতানিতে নিয়ন্ত্রণ আরোপ করেছে এবং বিশ্ব বাণিজ্য সংস্থায় (ডব্লিউটিও) অভিযোগ দায়ের করেছে। এছাড়া, অবিশ্বস্ত সত্তা তালিকায় ১১টি নতুন প্রতিষ্ঠান যুক্ত করেছে বেইজিং। এর মাধ্যমে তাইওয়ানে অস্ত্র বিক্রয়ে জড়িত প্রতিষ্ঠানসহ বিভিন্ন বিদেশি সত্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পথ সুগম হলো। 

বৈশ্বিক বাজারে ধস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শতাব্দীর সর্বোচ্চ শুল্ক হার নির্ধারণ করায় কানাডা থেকে চীন পর্যন্ত বিভিন্ন দেশ পাল্টা ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিয়েছে। এরই মধ্যে বৈশ্বিক আর্থিক বাজারে ধস নেমেছে। বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান এখন বলছে, চলতি বছরের শেষ নাগাদ বৈশ্বিক অর্থনীতিতে মন্দার সম্ভাবনা ৬০ শতাংশ, যা আগে ছিল ৪০ শতাংশ। 

শুক্রবার মার্কিন শেয়ারবাজারের ফিউচার তীব্রভাবে নিম্নমুখী ছিল, যা ওয়াল স্ট্রিটে আরও ক্ষতির ইঙ্গিত দিচ্ছে। ট্রাম্প প্রশাসনের ব্যাপক শুল্কের পর চীনের পাল্টা ব্যবস্থায় মার্কিন ইক্যুইটির বাজারমূল্য ২.৪ ট্রিলিয়ন ডলার কমে গেছে। 

লন্ডনের ট্রেডিশনের বাজার কৌশলবিদ স্টিফেন একোলো বলেন, ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে চীন আগ্রাসী প্রতিক্রিয়া দেখিয়েছে। এটি গুরুত্বপূর্ণ এবং এখানেই শেষ হওয়ার কথা নয়, তাই বাজারের প্রতিক্রিয়া নেতিবাচক। বিনিয়োগকারীরা ‘টিট ফর ট্যাট’ বাণিজ্য যুদ্ধের পরিস্থিতিকে ভয় পাচ্ছেন।

প্রযুক্তি কোম্পানিগুলোর শেয়ারে ধস

বড় টেক কোম্পানিগুলোর শেয়ার প্রি-মার্কেট ট্রেডিংয়ে নেমে গেছে। অ্যাপল ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য উৎপাদনে চীন ও তাইওয়ানের ওপর ব্যাপক নির্ভরশীল। 

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, শুল্ক একটি জাতীয় সংকট তৈরি করেছে। শুক্রবার ব্যাংকিং শেয়ারে ধসে টোকিও শেয়ারবাজার বছরের সবচেয়ে খারাপ সপ্তাহের দিকে এগোচ্ছে। 

ইইউতে বিভক্তি

ইউরোপীয় শেয়ারবাজারও তিন বছরের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের দিকে এগোচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ মার্কিন বাণিজ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, আমরা তাড়াহুড়ো করব না—আমরা আলোচনাকে সফল করার, একটি ন্যায্য চুক্তি খুঁজে বের করার এবং উভয় পক্ষের সুবিধার জন্য প্রতিটি সুযোগ দিতে চাই।

ইইউ ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে কীভাবে সেরা প্রতিক্রিয়া জানানো যায় তা নিয়ে বিভক্ত। আয়ারল্যান্ড, ইতালি, পোল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলো প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়ে সতর্কতা দেখাচ্ছে। 

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার কোম্পানিগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছিলেন। তবে ফরাসি অর্থমন্ত্রী এরিক লোমবার্ড পরে মার্কিন শুল্কের বিরুদ্ধে সমতুল্য পাল্টা ব্যবস্থা নেওয়ার বিরুদ্ধে সতর্ক করেছেন। 

মার্কিন ভোক্তাদের ওপর প্রভাব

মার্কিন শুল্কের কারণে মার্কিন ভোক্তাদের জন্য গাঁজা থেকে রানিং শু, অ্যাপলের আইফোন পর্যন্ত সব কিছুর দাম বেড়ে যেতে পারে। রোজেনব্লাট সিকিউরিটিজের পূর্বাভাস অনুযায়ী, অ্যাপল যদি খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দেয়, তাহলে একটি অত্যাধুনিক আইফোনের দাম ২ হাজার ৩০০ ডলার পর্যন্ত হতে পারে। 

জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো ও ভারতের মতো অন্যান্য বাণিজ্য সহযোগীরা এখনই কোনও প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া থেকে বিরত থাকার কথা বলেছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি করতে কাজ করছে।

/এএ/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কারোপ বাংলাদেশের জন্য কতটা উদ্বেগের?
সিরিয়ায় ইসরায়েলের সঙ্গে সংঘাত চায় না তুরস্ক: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের এনএসএ প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
বিমসটেক সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
কালশী ফ্লাইওভারে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
ইউনূস-মোদি বৈঠক গুরুত্বপূর্ণ: মির্জা আব্বাস
ইউনূস-মোদি বৈঠক গুরুত্বপূর্ণ: মির্জা আব্বাস
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
নাতির আকিকা অনুষ্ঠান থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেতা
সর্বাধিক পঠিত
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
‘অপ্রয়োজনীয় বক্তব্য’ এড়িয়ে চলতে ড. ইউনূসকে পরামর্শ দিয়েছেন মোদি: এনডিটিভি
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
নরেন্দ্র মোদির হাত থেকে গোল্ড মেডেল নেওয়ার ছবি উপহার দিলেন ড. ইউনূস
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
জুতার মালা পরিয়ে লাঞ্ছনার শিকার সেই বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা-ভাঙচুর
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
সেভেন সিস্টার্স বিমসটেকের অবিচ্ছেদ্য অংশ: মোদি
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট
ড. ইউনূসের সঙ্গে বৈঠকের পর মোদির টুইট