X
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
৯ বৈশাখ ১৪৩২

ভূমিকম্পে মিয়ানমারে নিহত বেড়ে ১৪৪, থাইল্যান্ডেও ধ্বংসযজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মার্চ ২০২৫, ২১:৪৮আপডেট : ২৮ মার্চ ২০২৫, ২১:৫২

দক্ষিণ-পূর্ব এশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে অন্তত ১৪৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে আঘাত হানা এই ভূমিকম্পে থাইল্যান্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৭ এবং এর উৎপত্তিস্থল ম্যান্ডালয় থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে ভূগর্ভস্থ ১০ কিলোমিটার গভীরে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মিয়ানমারে ভয়াবহ ধ্বংসযজ্ঞ

মিয়ানমারের সরকারি সংবাদমাধ্যম এমআরটিভি টেলিগ্রামে জানিয়েছে, ভূমিকম্পে দেশটিতে ১৪৪ জন নিহত ও ৭৩২ জন আহত হয়েছেন। তবে স্থানীয় ত্রাণকর্মীদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। 

মান্ডালয়ের বাসিন্দা এক ব্যক্তি রয়টার্সকে বলেন, সবকিছু কাঁপতে শুরু করতেই আমরা বাড়ি থেকে বেরিয়ে আসি। আমার চোখের সামনেই একটি পাঁচতলা ভবন ধসে পড়ে। আমাদের শহরের সবাই এখন রাস্তায়, কেউ ভবনে ফিরে যাওয়ার সাহস পাচ্ছে না।

মিয়ানমারের রাজধানী নেপিদোর কাছে পিনমানার শহরে মো সায়দানার নামের একটি ত্রাণ সংস্থা অন্তত ৬০টি লাশ উদ্ধার করেছে। সংস্থাটির এক কর্মী বলেন, এ সংখ্যা শুধু আমাদের সংস্থার এবং শুধু পিনমানার হিসাব।

ব্যাংককে ভবন ধসে নিখোঁজ ১১৭

থাইল্যান্ডে অন্তত ৯ জন নিহতের খবর পাওয়া গেছে। রাজধানী ব্যাংককে একটি নির্মাণাধীন বহুতল ভবন ধসে পড়েছে। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছেন এবং ১১৭ জনকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। 

সামরিক জান্তার চ্যালেঞ্জ

মিয়ানমারের সামরিক জান্তা বর্তমানে বিদ্রোহী গোষ্ঠীদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত। বিশ্লেষকরা বলছেন, এই অস্থির পরিস্থিতিতে উদ্ধার ও ত্রাণ তৎপরতা জটিল হয়ে পড়তে পারে। 

জাতিসংঘ ও বিভিন্ন দেশ মিয়ানমার ও থাইল্যান্ডে সাহায্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। তবে মিয়ানমারে জান্তা সরকারের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে আন্তর্জাতিক সাহায্য কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

জান্তা প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, মৃত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে এবং তিনি ‘যেকোনও দেশকে’ সাহায্য ও অনুদান প্রদানের আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি জানান, আন্তর্জাতিক সাহায্যের জন্য তিনি রাস্তা খুলে দিয়েছেন।

বিরোধী দল ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের কূটনৈতিক মুখপাত্র জিন মার আং বলেছেন, জান্তা-বিরোধী মিলিশিয়া বা পিপলস ডিফেন্স ফোর্সের যোদ্ধারা মানবিক সহায়তা প্রদান করবে।

মিয়ানমারে ভূমিকম্পের তীব্রতা ও গভীরতা বিশ্লেষণ করে মার্কিন সরকারের একটি প্রতিবেদনে অনুমান করা হয়েছে, এতে হাজার হাজার মানুষের প্রাণহানি ও ব্যাপক অর্থনৈতিক ক্ষতি হতে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাগাইং ও মেইক্তিলা অঞ্চল।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ইসরায়েল-গাজা নতুন যুদ্ধবিরতির প্রস্তাব পেশ
ট্রাম্পের কটূক্তির শিকার কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান, মার্কিন শেয়ারবাজার ও ডলারের পতন
সর্বশেষ খবর
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দা রিজওয়ানা হাসান
ভবদহ সমস্যা সমাধানে তিন নদী খনন করবে সেনাবাহিনী: সৈয়দা রিজওয়ানা হাসান
আর্থনা সামিটে বিশ্বকে ৫ উদ্যোগের আহ্বান জানালেন ড. ইউনূস
আর্থনা সামিটে বিশ্বকে ৫ উদ্যোগের আহ্বান জানালেন ড. ইউনূস
শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
শাহজালালে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ পণ্য জব্দ
১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায়  রিকশাচালক গ্রেফতার
১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায়  রিকশাচালক গ্রেফতার
সর্বাধিক পঠিত
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
ফার্মের মুরগিতে ‘ই আল্বার্টি’ ব্যাকটেরিয়া: আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা
মাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
ব্যবসায়ীর কাছে ওসির ঘুষ চাওয়ার অডিও ফাঁসমাসে ৫ লাখ টাকা ঘুষ না পেয়ে আগস্টের মামলায় ব্যবসায়ীকে জেলে পাঠান ওসি
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা
সম্মানির টাকা ফেরত দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা