X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

জনসংখ্যা বাড়াতে ‘বিয়ে ও ভালোবাসা’ বিষয়ক কোর্স’ চালু করবে চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৮আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৮

পৃথিবীর বেশিরভাগ দেশই জন্মহার নিয়ন্ত্রণে হিমশিম খেলেও ভিন্ন চিত্র দেখা যাচ্ছে চীনে। দেশটিতে শিশু জন্মের হার এতটাই কমে গেছে যে দেশের ভবিষ্যত নিয়ে রীতিমতো চিন্তিত চীনা কর্তৃপক্ষ। এদিকে, দ্রুতহারে বাড়ছে বয়স্কদের সংখ্যা। তাই জন্মহার বাড়ানোর লক্ষ্যে এবার দেশের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের বিয়ে ও ভালোবাসার পাঠ শেখানোর আহ্বান জানালো চীন। বিবাহ, প্রেম, উর্বরতা ও পরিবার নিয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গির ওপর জোর দিতেই এই উদ্যোগ নিলো দেশটি। বুধবার (৪ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

২০২৩ সালে টানা দ্বিতীয় বছরের মতো জনসংখ্যা হ্রাস পাওয়ার পর, তরুণ দম্পতিদের সন্তান নিতে আগ্রহী করে তোলার জন্য জন্য বিভিন্ন পদক্ষেপের প্রচার করছে বেইজিং।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ চীনে ১ দশমিক ৪ বিলিয়ন মানুষের বাস। তবে দেশটিতে বয়স্ক জনসংখ্যার হার দ্রুত বাড়ছে যা, ভবিষ্যতে সরকারি ব্যয়ের চাহিদা বাড়িয়ে দেবে ও অর্থনীতিতে চাপ সৃষ্টি করবে।

একটি সরকারি প্রকাশনা চায়না পপুলেশন নিউজের বরাতে জিয়াংসু সিনহুয়া পত্রিকা জানিয়েছে, দেশটিতে জনসংখ্যার এই ক্রান্তিকালে উর্বরতার সবচেয়ে বড় চালক এখন কলেজের শিক্ষার্থীরা। তবে বিবাহ ও ভালোবাসার বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

প্রকাশনাটিতে বলা হয়, ‘কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোর উচিত বিবাহ ও ভালোবাসা বিষয়ক শিক্ষা কোর্স চালু করে শিক্ষার্থীদের বিবাহ ও ভালোবাসা বিষয়ে শিক্ষা প্রদানের দায়িত্ব নেওয়া।’

এই পদক্ষেপগুলো ‘স্বাস্থ্যকর ও ইতিবাচক বিবাহ এবং সন্তান জন্মদানকারী সাংস্কৃতিক পরিবেশ’ তৈরি করতে সহায়তা করবে।

চীনের জনসংখ্যা হ্রাস প্রতিরোধের প্রয়াসে এবং ‘সঠিক বয়সে’ সন্তান জন্মদান ও বিবাহ করার প্রতি সম্মানজনক দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিতে জন্য রাজ্য কাউন্সিল বা মন্ত্রিসভা নভেম্বরে স্থানীয় সরকারগুলোর সঙ্গে সমাবেশ করেছিল। যদিও জনসংখ্যাবিদরা বলেছিলেন, এই পদক্ষেপগুলো তরুণ চীনাদের কমই আকৃষ্ট করতে পারবে।

চায়না পপুলেশন নিউজের জরিপে অংশ নেওয়া কলেজ শিক্ষার্থীদের প্রায় ৫৭ শতাংশই বলেছেন, তারা প্রেমে পড়তে চান না। এর প্রধানত কারণ, তারা জানেন না একসঙ্গে কীভাবে পড়াশোনা ও ভালোবাসার মধ্যে ভারসাম্য বজায় রাখা যাবে।

‘বিবাহ ও ভালোবাসার পদ্ধতিগত ও বৈজ্ঞানিক পাঠের অভাবে কলেজ শিক্ষার্থীদের মধ্যে মনস্তাত্তিক সম্পর্ক নিয়ে বোঝাপড়ায় অস্পষ্টতা রয়েছে।’

এতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো কলেজের জুনিয়র শিক্ষার্থীদের জনসংখ্যা ও জাতীয় পরিস্থিতি, নতুন বিবাহ ও সন্তান জন্মদানের ধারণা সম্পর্কে পাঠদানের বিষয়ে মনোনিবেশ করতে পারে।

সিনিয়র কলেজ শিক্ষার্থী ও স্নাতক শিক্ষার্থীদের ‘কেস বিশ্লেষণ, ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা ও নারী-পুরুষের মধ্যকার যোগাযোগের ওপর গ্রুপ আলোচনা’র মাধ্যমে এ বিষয়ে পাঠদান করা যেতে পারে।

কোর্সগুলো তাদের ‘বিবাহ ও ভালোবাসাকে সঠিকভাবে বুঝতে ও এই সম্পর্ক পরিচালনা করার ক্ষমতা উন্নত করতে’ সাহায্য করবে।

/এএকে/
সম্পর্কিত
চীনের ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
গাজায় ইসরায়েলের পূর্ণ অবরোধবিমান হামলার চেয়ে দুর্ভিক্ষকে বেশি ভয় পাচ্ছেন গাজাবাসী
ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার পরিকল্পনা বাতিল করেনি ইসরায়েল
সর্বশেষ খবর
‘আদালতে আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
‘আদালতে আসামিকে হ্যান্ডকাপ পরিয়ে তোলার বিষয়টি জেল অথরিটির সিদ্ধান্ত’
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
জুলাই-আগস্ট গণহত‍্যাশেখ হাসিনার বিরুদ্ধে যেকোনও সময় তদন্ত প্রতিবেদন দাখিল: চিফ প্রসিকিউটর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি