মালয়েশিয়ার বেশ কয়েকটি রাজ্যজুড়ে বন্যা দেখা দিয়েছে। বন্যাকবলিত এলাকায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে ৮০ হাজারেরও বেশি মানুষকে। শুক্রবার (২৯ নভেম্বর) মালয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, দেশে এক দশকের ইতিহাসে সবচেয়ে খারাপ বন্যায় পরিণত হতে পারে এটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
অক্টোবর থেকে মার্চের মধ্যে বর্ষাকালে মালয়েশিয়ার পূর্ব উপকূলে বন্যা একটি সাধারণ ঘটনা। তবে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী উত্তর-পূর্বাঞ্চলীয় কেলান্টান রাজ্য থেকে ব্যাপক হারে বাসিন্দাদের মানুষ সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।
ন্যাশনাল ডিজাস্টার কমান্ড সেন্টারের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘শুক্রবার সকাল পর্যন্ত তিনজনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। ৮০ হাজার ৫৮৯ জনকে সাতটি রাজ্যের ৪৬৭টি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলান্তান ও প্রতিবেশী তেরেঙ্গানু।
দেশটির উপ-প্রধানমন্ত্রী ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আহমেদ জাহিদ হামিদি বৃহস্পতিবার বলেছেন, এবারের বন্যা ২০১৪ সালের তুলনায় আরও মারাত্মক হবে বলে আশঙ্কা করা হয়েছিল। তখন প্রায় ১০ লাখ মানুষ বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছিলেন।