X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের কুররমে সহিংসতায় আরও ২১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর ২০২৪, ১৩:৩২আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ১৩:৩২

পাকিস্তানে খাইবার পাখতুনখোয়ার (কেপি) কুররম জেলায় সাম্প্রতিক সহিংসতায় আরও ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জনের বেশি। শনিবার (২৩ নভেম্বর) ভোরে পালটা হামলা, অগ্নিসংযোগ ও গোলাগুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। এর আগে, বৃহস্পতিবার যানবাহনের একটি বহরে হামলায় ৪০ জনেরও বেশি নিহত হওয়ার দুই দিন পর নতুন করে সহিংসতা শুরু হয়। তিন দিনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ জনে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

তাণ্ডবের সময় প্রাদেশিক আইনমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক, প্রধান সচিব এবং খাইবার পাখতুনখোয়া সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা অস্থির এই জেলায় উপস্থিত ছিলেন।

সরকারি কর্মকর্তাদের মতে, সশস্ত্র গোষ্ঠীগুলো গুলি চালায়, সরকারি ভবন লুটপাট করে, বাজার ও ঘরবাড়িতে আগুন দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে ছিল। সম্পূর্ণ বিশৃঙ্খলা চলছিল।

সূত্র জানায়, শুক্রবার মধ্যরাতে প্যারাচিনার সদর দপ্তর থেকে আসা সশস্ত্র গোষ্ঠীগুলো বাগান বাজার এবং নিম্ন কুররমের আশেপাশের গ্রামগুলোতে হামলা চালায়। এতে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর মধ্যে ভারী গুলিবিনিময় শুরু হয়।

নিম্ন কুররমের বিভিন্ন স্থানে শনিবার সন্ধ্যা পর্যন্ত দুই পক্ষের মধ্যে থেমে থেমে গুলিবিনিময় চলতে থাকে।

এদিকে উচ্চ কুররম থেকেও অনিয়মিত গুলির খবর পাওয়া গেছে। তবে সেখানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে ছিল।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে জিম্মি করে রেখেছে। মৃতদেহগুলোও ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

খাইবার পাখতুনখোয়া সরকারের তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মুহাম্মদ আলী সাইফ জানিয়েছেন, জিম্মিদের মুক্তি এবং মৃতদেহ ও আহতদের উদ্ধার করতে আলোচনা চলছে।

সহিংসতার কারণে স্থানীয়রা তাদের বাড়ি ছেড়ে আশপাশের এলাকায় পালিয়ে যাচ্ছে।

কুররমে জেলা প্রবীণদের সঙ্গে সরকারি প্রতিনিধিদল আলোচনা করেছে বলে জানান মন্ত্রী আফতাব আলম। তিনি বলেন, বড় সমস্যা হচ্ছে ভূমি সংক্রান্ত বিরোধ। প্রাদেশিক সরকার এসব বিরোধ মেটানোর জন্য একটি কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

/এস/
সম্পর্কিত
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
চীন-মার্কিন শুল্কযুদ্ধে অ্যাপলের ‘আটকে যাওয়ার’ গল্প
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
সর্বশেষ খবর
শিরোপার একেবারে কাছে লিভারপুল
শিরোপার একেবারে কাছে লিভারপুল
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
রোহিত-সূর্যের ফিফটিতে চেন্নাইকে হারিয়ে মুম্বাইয়ের টানা তৃতীয় জয়
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
গাজায় ‘নিন্দনীয়’ পরিস্থিতির নিন্দা পোপের, যুদ্ধবিরতির আহ্বান 
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
খুলনায় সকাল সকাল আওয়ামী লী‌গের ঝ‌টিকা মি‌ছিল
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ