X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে বোমাতঙ্ক, এসকর্ট করলো সিঙ্গাপুরের যুদ্ধবিমান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৩আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৫:৫৩

সিঙ্গাপুরগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির পর উড়োজাহাজটিকে এসকর্ট করে বিমানব্ন্দরে অবতরণ করিয়েছে সিঙ্গাপুরের বিমান বাহিনী। ফ্লাইটটিকে এসকর্ট করতে মঙ্গলবার (১৫ অক্টোবর) গভীর রাতে দুটি যুদ্ধবিমান পাঠানো হয়। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন।

একটি ফেসবুক পোস্টে প্রতিরক্ষামন্ত্রী এনজি ইং হেন বলেছেন, সিঙ্গাপুরের বিমান বাহিনীর দুটি এফ-১৫এসজি জেট এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এএক্সবি৬৮৪-কে নিরাপত্তা দিয়ে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিয়ে যায়।

এনজি বলেন, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০ টা ৪ মিনিটে উড়োজাহাজটিকে চাঙ্গি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়। এসময় সিঙ্গাপুরের স্থলভিত্তিক বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা ও বিস্ফোরক নিষ্পত্তি দলও সক্রিয় ছিল।

এনজি বলেছিলেন, ‘অবতরণের পরপরই উড়োজাহাজটি বিমানবন্দর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিল।’

পুলিশ বলেছে, নিরাপত্তা পরীক্ষা শেষ করার পরে উড়োজাহাটিতে ‘কোনও হুমকিমূলক উপাদান পাওয়া যায়নি।’ তদন্ত অব্যাহত রয়েছে বলেও জানান তারা।

ইমেইলে পাঠানো একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘পুলিশ নিরাপত্তা হুমকিকে গুরুত্ব সহকারে নেয় এবং যারা ইচ্ছাকৃতভাবে জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’

এয়ার ইন্ডিয়া তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের সাড়া দেয়নি বলে জানায় রয়টার্স। তবে সামজিক যোগাযোগমাধ্যমে এয়ার ইন্ডিয়া বলেছে, অনলাইনে পোস্ট করা একটি নিরাপত্তা হুমকির বিষয়ে অবগত হওয়ার পর মঙ্গলবার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শিকাগোর উদ্দেশ্যে রওনা হওয়া তাদের আরও একটি ফ্লাইট কানাডায় অবতরণ করেছে।

তারা আরও জানায়, ‘এয়ার ইন্ডিয়া অবগত করছে যে, আমাদের এবং অন্যান্য স্থানীয় এয়ারলাইনগুলো সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি হুমকির সম্মুখীন হয়েছে। যদিও পরবর্তীতে সবগুলো হুমকিই প্রতারণামূলক বলে প্রমাণিত হয়েছে। তবে একটি দায়িত্বশীল এয়ারলাইন অপারেটর হিসেবে সব হুমকিকে গুরুত্বসহকারে নেওয়া হয়।’

/এএকে/
সম্পর্কিত
ভারতের সামরিক অভিযান ‘আসন্ন’, বললেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
স্পেন-পর্তুগালে বড় ধরনের বিদ্যুৎ বিপর্যয়, অচল জনজীবন
ক্ষুধার্ত গাজাবাসীদের ভিড় কমিউনিটি কিচেনে, খাবারের জন্য লড়াই
সর্বশেষ খবর
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
রাজস্ব নীতিতে অভিজ্ঞতার অবমূল্যায়নের অভিযোগ কাস্টমস ও ভ্যাট অ্যাসোসিয়েশনের
পুলিশ সপ্তাহ শুরু আজ
পুলিশ সপ্তাহ শুরু আজ
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
দেশের সব পলিটেকনিকে শাটডাউন ঘোষণা
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
মোহাম্মদপুরে সেই ব্যবসায়ীর বাসায় আবার গুলি
সর্বাধিক পঠিত
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু