X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

ঢাকা থেকে হংকংগামী ফ্লাইটে বাংলাদেশি যাত্রীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৫

ঢাকা থেকে হংকংগামী একটি ফ্লাইটে বাংলাদেশি এক যাত্রীর মৃত্যু হয়েছে। ফ্লাইট চলাকালীন হঠাৎ তিনি অজ্ঞান হয়ে ঢলে পড়েন। পরে তাকে মৃত ঘোষণা করা হয়। ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে হংকং পুলিশ। হংকং-ভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে মৃত ওই বাংলাদেশি যাত্রীর পরিচয় প্রকাশ করা হয়নি। তবে তিনি ৪৭ বছর বয়সী ছিলেন বলে জানা গেছে।

হংকং পুলিশ জানিয়েছে, বুধবার সকাল ৮টার কিছুক্ষণ পর তারা একটি প্রতিবেদন পায়, যেটিতে বলা হয়, মৃত ওই ব্যক্তি বাংলাদেশের রাজধানী থেকে আসা সিএক্স৬৬২ ফ্লাইটে অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন কর্মকর্তারা। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটি ঢাকা থেকে স্থানীয় সময় দুপুর ২টায় ছেড়ে বুধবার সকাল ৭টা ৪৯ মিনিটে হংকং পৌঁছায়।

এ ঘটনার পর হংকং এয়ারক্রু অফিসার্স অ্যাসোসিয়েশন যেকোনও যাত্রীকে ফ্লাইটে গুরুতরভাবে অসুস্থ বোধ করলে সঙ্গে সঙ্গে তা কেবিন ক্রুকে জানানোর অনুরোধ করেছে। এটি করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও জোর দিয়েছে তারা।

হংকং কলেজ অব ইমার্জেন্সি মেডিসিনের কাউন্সিল মেম্বার ডা. ইয়াং সিউ-মিং বলেছেন, কোনও যাত্রী কার্ডিওভাসকুলার বা শ্বাসযন্ত্রের রোগে আক্রান্ত হলে তার জন্য আকাশপথে ভ্রমণ করা নিরাপদ কি-না সে সম্পর্কে ডাক্তারদের পরামর্শ নেওয়া উচিত।

এর আগে, চলতি মাসের শুরুতেও হংকং থেকে মুম্বাইগামী ক্যাথে ফ্লাইটে ৭১ বছর বয়সী এক জার্মান যাত্রীর মৃত্যু হয়। ফ্লাইট ছেড়ে যাওয়ার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে তিনি অজ্ঞান হয়ে মারা যান।

চলতি মাসের শুরুর দিকে হো চি মিন সিটি থেকে সিউল যাওয়ার ফ্লাইটে ৪৭ বছর বয়সী ভিয়েতনামী এক নারী অজ্ঞান হয়ে মারা যান।

পাঁচ বছর আগেও একই ঘটনায় আরও এক নারীর মৃত্যু হয়। তার বয়স ছিল ৪৪।

/এএকে/
সম্পর্কিত
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
মার্কিন কংগ্রেস সদস্য, কর্মকর্তা ও এনজিও প্রধানদের ওপর চীনের নিষেধাজ্ঞা
ঢাকা থেকে সরাসরি রিয়াদে ইউএস-বাংলার ফ্লাইট শুরু
সর্বশেষ খবর
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
ইয়েমেনে মার্কিন হামলায় হতাহত ৪২
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
জ্বালানি-খনিজ-পানি সম্পদ ব্যবস্থাপনায় ভূতত্ত্ববিদদের পদায়ন নিশ্চিতের দাবি
শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
শ্রমিক আন্দোলনে নিহতদের ‘শহীদ’ স্বীকৃতি দেওয়ার সুপারিশ
২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি
২০২২-২৩ অর্থবছরে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা: সিপিডি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
হত্যা ও মুখ ঝলসে দেওয়ার আগে শিশুটিকে ধর্ষণ করেছিল পাঁচ জন: পুলিশ
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক
দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ জরুরি, ডিসেম্বরেই নির্বাচন হতে হবে: নুরুল হক