X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

জলবায়ু পরিবর্তন: চীনে অত্যধিক গরম ও দীর্ঘ তাপপ্রবাহের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুলাই ২০২৪, ১৩:০৯আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৩:০৯

জলবায়ু পরিবর্তনের কারণে চীনের একপাশে অত্যধিক গরম ও দীর্ঘ তাপপ্রবাহ বইছে এবং অন্যপাশে আরও ঘন ঘন ও অপ্রত্যাশিত হারে ভারী বৃষ্টিপাত হচ্ছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার (৩ জুলাই) চীনের বার্ষিক জলবায়ু ‘ব্লু বুক’-এ প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদরা। দেশটিতে কার্বন নির্গমনের হার বেশি থাকলে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও খারাপ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

‘ব্লু বুক’-এ চীনা আবহাওয়া প্রশাসন (সিএমএ) সতর্ক করেছে, ৩০ বছরের মধ্যে চীনের সর্বোচ্চ তাপমাত্রা ১.৭ থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস (৩-৫ ফারেনহাইট) পর্যন্ত বাড়তে পারে। এর মধ্যে সবচেয়ে বেশি দুর্ভোগে পোহাতে হবে পূর্ব চীন এবং জিনজিয়াংয়ের উত্তর-পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের।

ব্লু বুকে আরও বলা হয়েছে, গত বছর চীনের গড় তাপমাত্রা একটি নতুন উচ্চতায় পৌঁছেছিল। রেকর্ড মাত্রার কারণে উত্তর-পশ্চিমে হিমবাহের গলে বা ডুবে এবং ভূ-পৃষ্ঠ বা ভূ-গর্ভের পলি গলে যেতে শুরু করে।

নিজেকে বিশ্বের অন্যতম জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বর্ণনা করে চীন। দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার ধরণ এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্রমবর্ধমান চাপের মধ্যে রয়েছে দেশটি। চীনে জলবায়ু পরিবর্তনের হার বৈশ্বিক গড় পরিবর্তনের চেয়ে দ্রুত বাড়ছে।

একটি সংবাদ সম্মেলনে সিএমএর ন্যাশনাল ক্লাইমেট সেন্টারের ভাইস-ডিরেক্টর ইউয়ান জিয়াশুয়াং বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রতি সংবেদনশীল একটি অঞ্চল চীন। এটি এমন একটি অঞ্চল যেখানে এই পরিবর্তনের প্রভাব উল্লেখযোগ্য।’

তিনি সতর্ক করেন, কার্বন নির্গমন যদি বেশি থাকে তবে চীনে প্রতি পঞ্চাশ বছরে একবার করে চরম তাপজনিত ঘটনা ঘটবে এবং শতাব্দীর শেষ নাগাদ তা প্রতি বছর অন্তর অন্তর ঘটতে পারে। তখন বৃষ্টিপাতও দ্বিগুণ হয়ে যেতে পারে এবং আরও অনিশ্চিত হয়ে উঠতে পারে।

আবহাওয়া বিভাগ বৃহস্পতিবার বলেছে, আগামী কয়েক মাসে চীনের অধিকাংশ অঞ্চলের তাপমাত্রা তুলনামূলকভাবে বাড়তে পারে।

ইতোমধ্যেই দক্ষিণাঞ্চলে মুষলধারে বৃষ্টি এবং বন্যা শুরু হয়েছে এবং রেকর্ড ভেঙে ফেলেছে উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি অংশের তাপমাত্রা। ফলে খরার কারণে হুমকির মুখে পড়েছে ফসলি জমি। বিঘ্নিত হচ্ছে বিদ্যুৎ পরিষেবাও।

সরকারি তথ্য অনুসারে, ১৯৬১ সাল থেকে তাপমাত্রার রেকর্ড শুরু করার পর, চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত চীনের গড় তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছেছে।

আবহাওয়া বিভাগ আরও জানিয়েছে, জুলাইয়ে চীনের মূল ভূখণ্ডে দুটি টাইফুন আঘাত হানতে পারে। সেগুলো চীনের পশ্চিম বা উত্তর-পশ্চিমাঞ্চলের দিকে অগ্রসর হতে পারে।

গত বছর, চীনের স্থলভাগে ডকসুরি এবং হাইকুই নামের দুটি শক্তিশালী টাইফুন আঘাত হেনেছিল। এতে ব্যাপক বৃষ্টিপাত হয়, যা কিছু এলাকায় রেকর্ড ভেঙে ফেলে। বৃষ্টির কারণে সেখানে বন্যা দেখা দিয়েছিল। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছিল হাজার হাজার মানুষকে।

/এএকে/
সম্পর্কিত
কাশ্মীর হামলাভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বিবিসিকেও সতর্কবার্তা
ইয়েমেনে মার্কিন হামলায় নিহত ৭৮
হোয়াইট হাউজে প্রথম ১০০ দিন: বিশ্বব্যবস্থাকে কি নড়বড়ে করে দিচ্ছেন ট্রাম্প?
সর্বশেষ খবর
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু
গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ গার্মেন্টসকর্মীর মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ প্রাণ গেলো ৪ জনের
কুমিল্লায় বজ্রাঘাতে দুই স্কুলছাত্রসহ প্রাণ গেলো ৪ জনের
ভিটামিন-সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তির বাধা খোলা ড্রাম
ভিটামিন-সমৃদ্ধ ভোজ্যতেল প্রাপ্তির বাধা খোলা ড্রাম
কিশোরগঞ্জে হাওরে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
কিশোরগঞ্জে হাওরে বজ্রাঘাতে ৩ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
মুক্তিযোদ্ধার বক্তব্যে জামায়াত নেতার বাধা, কেড়ে নেওয়া হলো মাইক
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো