X
শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
২১ আষাঢ় ১৪৩১

২০১৪ সালের পর সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৪:১০আপডেট : ০৪ জুন ২০২৪, ১৬:০৬

এবারের লোকসভা নির্বাচনে বিরোধী দল কংগ্রেস ২০১৪ সালের পর থেকে সবচেয়ে বেশি আসন জিতবে বলে আশা করা হচ্ছে। কেননা, ভোট গণনার দিন ১২টা ১৫ মিনিট পর্যন্ত কংগ্রেসকে ৯৪টি আসনে এগিয়ে থাকতে দেখা গেছে। এর আগে, ২০ ১৪ সালের নির্বাচনে দলটি মাত্র ৪৪টি এবং সর্বশেষ ২০১৯ সালে মাত্র ৫২টি আসন জিতেছিল। ২০০৯ সালে ২০৬টি আসন জিতেছিল কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে। 

আজ  সকালে গণনা শুরু হওয়ার শুরু দিকে ২৯৮টি আসনে এগিয়ে ছিল এনডিএ। এর মধ্য দিয়ে সংসদে সংখ্যাগরিষ্ঠতার নির্ধারিত আসন সংখ্যা অতিক্রম করে ফেলেছে জোটটি।

২০১৪ সালে কী ঘটেছিল?

২০১৪ সালে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেস মোদির জনপ্রিয়তার সামনে মুখ থুবড়ে পড়েছিল। দলটি তখন ১৬২টি আসন হারায় এবং ভাগে প্রায় ৯.৩ শতাংশ ভোট কম পায়।

ওই বছরের নির্বাচনে হিন্দিভাষী রাজ্যগুলোতে মোদির উত্থান দেখা যায়। পশ্চিমে গুজরাট ও রাজস্থান থেকে পূর্বে বিহার ও ঝাড়খন্ড এবং মধ্যপ্রদেশ পর্যন্ত রাজ্যগুলো হিন্দিভাষী হিসেবে পরিচিত।

১০ বছর আগে ওই রাজ্যগুলোতে সংসদের ৫৪৩টি আসনের মধ্যে ৩৩৬টি আসন জিতেছিল বিজেপি।

স্বাধীনভাবে স্যাফ্রন দল জিতেছিল ২৮২টি আসন।

এনডিএ উত্তরপ্রদেশে ৭৩টি, মহারাষ্ট্রে ৪১টি, বিহারে ৩১টি ও মধ্যপ্রদেশে ২৭টি আসন জিতেছে। দলটি গুজরাটে ২৬টি, রাজস্থানের ২৫টি, দিল্লিতে সাতটি, হিমাচল প্রদেশেরচারটি এবং উত্তরাখন্ডের পাঁচটি আসন জিতেছে এবং ঝাড়খণ্ডের ১৪টির মধ্যে ১২টি, ছত্তিশগড়ের ১১টির মধ্যে ১০টি এবং হরিয়ানার ১০টি আসনের মধ্যে সাতটি জিতেছে৷

তখন উত্তরপ্রদেশে দলটির শক্ত ঘাঁটি আমেথি এবং রায়বেরেলিতে মাত্র দুটি আসন জিতেছিল কংগ্রেস। অন্যান্য এলাকায় মাত্র ছয়টি আসন পেয়েছিল দলটি। এছাড়া, উত্তরপ্রদেশের দলের মিত্ররা আরও ছয়টি আসন পেয়েছিল।

২০১৯ সালে কী হয়েছিল?

পরবর্তী পাঁচ বছরে বিজেপির জনপ্রিয়তার আরও বেড়েছিলে। দলটি স্বাধীনভাবে তখন ৩০৩টি আসন জিতে এবং মিত্রদের সঙ্গে মিলিয়ে তাদের মোট আসন সংখ্যা ছিল ৩৫৩টি।

হিন্দিভাষী রাজ্যগুলোতে মোদির জনপ্রিয়তা আবারও কংগ্রেসের হার নিশ্চিত করে। ওই বছর উত্তরপ্রদেশ বিজেপি ৭৪টি, বিহারে ৩৯ ও মধ্যপ্রদেশে ২৮টি আসন পেয়েছিল। দলটি গুজরাট, রাজস্থান, হরিয়ানা, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ এবং দিল্লিতেও জয়লাভ করে। এই রাজ্যগুলো থেকে ৭৭টি আসন জিতেছিল দলটি।

এছাড়া ছত্তিশগড়ে নয়টি এবং ঝাড়খণ্ডের ১১টি আসন পায় বিজেপি। এই অঞ্চল থেকে ২৩৮টি আসন অর্জন করেছিল দলটি।

রাহুল গান্ধীর নেতৃত্বে ওই বছর আরও বাজেভাবে হেরেছিল কংগ্রেস। ঝাড়খণ্ডে স্বাধীনভাবে দলটি মাত্র ৭টি এবং মুক্তি মোর্চার সঙ্গে মাত্র ছয়টি আসন জিতে।

উত্তরপ্রদেশের আমেথি নির্বাচনি এলাকায় মর্মান্তিক পরাজয়ের সম্মুখীন হন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে টানা চতুর্থবারের মতো জয়লাভ করতে চেয়েছিলেন তিনি। তবে এর পরিবর্তে বিজেপির স্মৃতি ইরানির কাছে বাজেভাবে হেরে যান।

পরাজয়ের পর কংগ্রেস সভাপতির পদ থেকে পদত্যাগ করেন গান্ধী। গান্ধী পরিবারের অনুগতদের আপত্তি সত্ত্বেও নিজ সিদ্ধান্তে অটল ছিলেন তিনি।

/এএকে/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১৪:১০
২০১৪ সালের পর সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে কংগ্রেস
সম্পর্কিত
৬ এমপি ও প্রথম মন্ত্রিত্বের অপেক্ষায় বি‌লে‌তের বাংলাদেশি‌রা
গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর রাশিয়ার দখলে, নতুন চ্যালেঞ্জের মুখে ইউক্রেন
রোহিত-কোহলিদের বরণে মুম্বাই যেন জনসমুদ্র
সর্বশেষ খবর
তিন কেজি চালের দামে মিলছে ১ কেজি কাঁচা মরিচ
তিন কেজি চালের দামে মিলছে ১ কেজি কাঁচা মরিচ
নির্মাণের ১০ দিনের মধ্যেই উঠে যাচ্ছে সড়কের পিচ
নির্মাণের ১০ দিনের মধ্যেই উঠে যাচ্ছে সড়কের পিচ
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ জুলাই, ২০২৪)
সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগে মামলা
সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে সাংবাদিককে হুমকির অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
প্রেমের টানে বাংলাদেশে এসে বিপাকে পড়া তরুণীকে নিজ দেশে পাঠাতে পতাকা বৈঠক
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
কী আলোচনা হলো সচিবদের বৈঠকে?
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
এমপি আনার হত্যা: ৩ আসামির দোষ স্বীকারোক্তি প্রত্যাহারের আবেদন
‘তুফান’ ঝড়ের পরে...
‘তুফান’ ঝড়ের পরে...
খালে এসব কে ফেলে, কেন ফেলে?
খালে এসব কে ফেলে, কেন ফেলে?