X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বিতর্কের মুখে গাজায় ইসরায়েলি কার্যকলাপের নিন্দা জানিয়েছেন মালালা

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৪:৪২

গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি আবারও সমর্থন জানালেন শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই। বুধবার (২৪ এপ্রিল) রাতে ইনস্টগ্রামে শেয়ার করা পোস্টে গাজায় ইসরায়েলি কার্যকলাপের তীব্র নিন্দাও জানিয়েছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

পোস্টে মালালা বলেন, আমি এখানে বলতে চাই, গাজার মানুষের প্রতি আমার সমর্থন নিয়ে কোনও সংশয় নেই।

তিনি আরও বলেন, ছয় মাসের বেশি সময় ধরে গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর নিরলস নৃশংসতা দেখছি আমরা। এই সপ্তাহে গাজার নাসের ও আল-শিফা হাসপাতালে আবিষ্কৃত গণকবর ফিলিস্তিনিদের সাথে হওয়া বর্বরতার প্রমাণ।

মালালা বলেন, গাজায় যুদ্ধবিরতি জরুরি ও প্রয়োজনীয়। কারণ আমরা আর মরদেহ দেখতে চাই না। বিদ্যালয়ে বোমাবর্ষণ ও ক্ষুধার্ত শিশুদের দেখতে চাই না।

শান্তিতে নোবেলজয়ী মালালা বলেন, আমি ইসরায়েল সরকারের আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধের নিন্দা আগেও জানিয়েছি, ভবিষ্যতেও জানাব। এছাড়া গাজায় যুদ্ধবিরতি ও জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে যুক্তরাষ্ট্রে ভোটাধিকার আন্দোলনের উপর একটি ব্রডওয়ে মিউজিক্যাল প্রোগ্রাম তৈরির খবর প্রকাশিত হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন মালালা। এমনকি ফিলিস্তিনের প্রতি সমর্থন নিয়ে নিজ দেশ পাকিস্তানেই তার বিরুদ্ধে বিতর্ক ছড়িয়ে পড়ে।

হিলারি যেহেতু ইসরায়েলপন্থি হিসেবে পরিচিত, তাই বিতর্ক ছড়ায়, মালালাও ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থন থেকে সরে এসেছেন। মানবাধিকার কর্মী হিসেবে তার গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়ে। কারণ ব্রডওয়ের ওই গীতিনাট্য সহপ্রযোজনা করেছেন মালালা ও হিলারি।

এমন বিতর্কের মুখে অবশেষে বাধ্য হয়েই নিজের অবস্থান স্পষ্ট করেন মালালা।

/এস/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ