X
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
১৪ বৈশাখ ১৪৩২

কাশ্মিরে বন্দুকযুদ্ধে ভারতীয় ২ সেনা ও ১ পুলিশ কর্মকর্তা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫২আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ২৩:৫২

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর দুজন এবং স্থানীয় পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের একজন কর্নেল, একজন মেজর ও পুলিশের একজন ডেপুটি সুপারিনটেনডেন্ট রয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) জম্মু ও কাশ্মিরের অনন্তনাগ জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। এনডিটিভি এ খবর জানিয়েছে।

নিহতরা হলেন,  কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধোনচাক ও ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ হিমানুন মুজামিল ভাট। কর্নেল মনপ্রীত সিং ছিলেন ১৯ রাষ্ট্রীয় রাইফেলস (আরআর)-এর ইউনিটের কমান্ডিং অফিসার। রাষ্ট্রীয় রাইফেলস হচ্ছে সেনাবাহিনীর বিদ্রোহবিরোধী বাহিনী। এরা জম্মু ও কাশ্মিরে কাজ করে।

অনন্তনাগের কোকেরনাগ এলাকার ঘন জঙ্গল সেনা ও পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর ১৫ কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং জম্মু-কাশ্মির পুলিশের মহাপরিচালক দিলবাগ সিং। নিহতদের মরদেহ সরিয়ে আনার জন্য হেলিকপ্টার কাজে লাগানো হচ্ছে।

সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, গোপন তথের ভিত্তিতে ওই এলাকায় গভীর রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান শুরু করে। এ সময় তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। সংঘর্ষে তিন কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। দ্রুত অতিরিক্ত সেনা ও পুলিশ সেখানে হাজির হয়। কিন্তু সন্ত্রাসীদের তুমুল গুলিবর্ষণের মুখে তারা সুবিধা করতে পারেনি। আহতদের দ্রুত সরিয়ে আনা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কাশ্মিরে এটি দ্বিতীয় বন্দুকযুদ্ধ। এর আগে রাজৌরি জেলায় সন্ত্রাসীদের সঙ্গে আরেকটি বন্দুকযুদ্ধে এক সেনা নিহত ও নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে। সংঘর্ষে দুই জঙ্গিও নিহত হয়েছে।  

 

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
পেহেলগাম হামলাপাকিস্তান নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তে প্রস্তুত: প্রধানমন্ত্রী শাহবাজ
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব: গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেফতার
সর্বশেষ খবর
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
দখল-দূষণে খরস্রোতা বড়াল এখন মরা খাল
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৫)
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
রিয়ালকে হারিয়ে কোপা দেল রে চ্যাম্পিয়ন বার্সেলোনা
ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম
ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসি চাইলেন সারজিস আলম
সর্বাধিক পঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
প্রবেশন কর্মকর্তা গোলাম রব্বানীর কারাদণ্ড, গ্রেফতারি পরোয়ানা জারি
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ
বড় দুই বাজারে রফতানিতে চমক: চীনের ঘাটতি পূরণ করছে বাংলাদেশ