X
সোমবার, ২১ এপ্রিল ২০২৫
৮ বৈশাখ ১৪৩২

শিশুকে চুমু খাওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন দালাই লামা

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৬:৪৬আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৬:৪৮

এক শিশুর ঠোঁটে চুমু খাওয়া এবং তাকে ‘জিভ চুষতে’ বলার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর এ ঘটনায় ক্ষমা চেয়েছেন দালাই লামা। এক বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার জন্য অনুতপ্ত তিনি।

বিবৃতিতে বলা হয়, ওই শিশু এবং তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দালাই লামা। এ ঘটনায় বিশ্বজুড়ে লামার যত ভক্ত আছে, তাদের কাছেও ক্ষমা চেয়েছেন তিনি। ঘটনাটিতে কোনও অসৎ উদ্দেশ্য ছিল না লামার।   

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, ঘটনাটি একটি ভরা সভার। দালাই লামার পাশে বসে রয়েছেন একাধিক বৌদ্ধ সন্ন্যাসী। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত দালাইকে সম্মান জানাতে এসেছিল ওই শিশু। তখনই তার চিবুক ধরে ঠোঁটে চুমু খান ধর্মগুরু। এরপরই নিজের জিভটি বের করেন। এ সময় ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘তুমি কি আমার জিভ চুষে দিতে পারবে?’

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকে। টুইটার ব্যবহারকারীরা এটিকে ‘জঘন্য’ এবং ‘অপ্রিয়’ বলে নিন্দা করেছেন।

জোস্ট ব্রোকার্স নামে এক টুইটার ব্যবহারকারী লেখেন, ‘দালাই লামা একটি অনুষ্ঠানে ভারতীয় এক ছেলেকে চুমু খেয়েছেন। এমনকি তিনি ছেলেটির জিহ্বা স্পর্শ করার চেষ্টা করেছেন। তিনি আসলে বলেছেন ‘আমার জিহ্বা চুষো। তিনি কেন এমন করবেন?’

স্ট্র পিটার নামে একজন লেখেন, ‘কেন দালাই লামা এই ছেলেটিকে আদর করছেন, তাকে ‘জিভ চুষতে’ বলছেন?’

শান্তিতে নোবেল জয়ী ২০১৯ সালে বিতর্কিত এক মন্তব্য করে ক্ষমা চেয়েছিলেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, যদি কোনও নারী দালাই লামা আসেন, তাহলে তাকে আরও আকর্ষণীয় হতে হবে।

বেইজিং দালাই লামাকে তিব্বতে বিচ্ছিন্নতাবাদ উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করে। চীন কেন্দ্রীয় তিব্বত প্রশাসনকে (সিটিএ) স্বীকৃতি দেয় না। তবে ভারত, নেপাল, কানাডা এবং যুক্তরাষ্ট্রসহ প্রায় ৩০ দেশে বসবাসকারী প্রায় এক লাখ নির্বাসিত তিব্বতিদের প্রতিনিধিত্ব করে। সূত্র: এনডিটিভি

/এসপি/
সম্পর্কিত
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
আহত ফিলিস্তিনিদের নীরবতা যেন চিৎকারের চেয়ে শক্তিশালী
বিএমইউ ও কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা
সর্বশেষ খবর
মেজর অব. সিনহা হত্যা: ডেথ রেফারেন্স অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত
মেজর অব. সিনহা হত্যা: ডেথ রেফারেন্স অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
ইমিউন কোষ নিয়ে চীনা গবেষকদের যুগান্তকারী আবিষ্কার
আর্থিক প্রতিষ্ঠানে এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার নির্দেশ
আর্থিক প্রতিষ্ঠানে এসি’র তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রাখার নির্দেশ
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
এনসিপি নেতা সালাউদ্দিন তানভীরকে সাময়িক বহিষ্কার
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
বাংলাদেশে ঢুকে উৎসব করে গেছেন আরাকান আর্মির সদস্যরা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
অনার্সও পাস করেননি, জাল সনদে বনে গেলেন বিজ্ঞানের শিক্ষিকা
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
সুদের টাকার জন্য পিটুনিতে ভবেশ চন্দ্রের মৃত্যু, তিন দিন পর জানালো পরিবার
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
উত্তরাঞ্চলেও জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল ‘ব্রি ধান-১০৩’
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক 
হত্যার আগে ধর্ষণের শিকার হন ৮০ বছরের সেই বৃদ্ধা: চিকিৎসক