X
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৫ বৈশাখ ১৪৩২

চীনের জন্য পাতা ফাঁদে শিকার এখন যুক্তরাষ্ট্র নিজেই?

আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল ২০২৫, ১৯:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২৫, ২১:২৩

টেক্সাসের হিউস্টনের তথ্যপ্রযুক্তি কর্মী ওয়েন জানান, শুল্ক কীভাবে তার ও তার পরিবারের ওপর প্রভাব ফেলবে, সেটা তাকে বোঝাতে কোনও অর্থনীতিবিদের দরকার নেই। তিনি বলেন, তথাকথিত লিবারেশন ডে’র পর মাত্র দুদিনে আমাদের বিনিয়োগের বিশাল অংশ হারিয়েছি, যার মধ্যে ছিল অবসর তহবিলও। লিবারেশন ডে’কে উপহাস করে তিনি বলেন, হ্যাঁ, বলতে পারেন আমার সম্পদের একটা অংশ এখন আমার কাছ থেকে মুক্তি পেয়ে চলে গেছে।

ওয়েন আরও জানান, মঙ্গলবারের শেষে তার ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ডলারে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের ২ এপ্রিলের ঘোষণার পরই মার্কিন স্টক মার্কেট ধস নামে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক কমে ১০.৫৩ শতাংশ, নাসডাক প্রবেশ করে বেয়ার মার্কেটে।

ওয়েন বলেন,  ‘আমরা কয়েক বছরের মধ্যে স্বচ্ছন্দে অবসরে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, এখন সেটা অনিশ্চিত। শুধু স্টক মার্কেটের ক্ষতির কথাই নয়, বরং অস্থির এক ভবিষ্যতের দিকেও যাচ্ছি।

২০০০ সালের ইন্টারনেট বাবল ও ২০০৮ সালের বৈশ্বিক মন্দা পেরিয়ে এসেও তিনি এখন নতুন করে শঙ্কিত। তিনি বলেন, ‘এই অর্থনৈতিক ধস রাজনীতির কারণে তৈরি।বাজারের উত্থান পতন বা অর্থনৈতিক নয়।’

অন্যদিকে, হিউস্টনের ক্যাফে মালিক ক্যাথি জানান, কফি বিনের দাম ফেব্রুয়ারিতেই বেড়েছিল। ২০ শতাংশ পর্যন্ত বেড়েছে, প্রতিপাউন্ড কফির দাম ২০ থেকে ২৭ ডলার পর্যন্ত বাড়াতে হতে পারে। শুল্কের কারণে এখন প্রত্যেক আমেরিকানকে প্রতি কাপ কফির জন্য বাড়তি অর্থ গুনতে হবে।

বিশেষজ্ঞরা বলছেন, পোশাক, জুতা, গৃহস্থালি সামগ্রীসহ আরও অনেক কিছুর দাম বাড়বে।

ই-কমার্স লজিস্টিক কোম্পানি এসটিএ ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইনের প্রেসিডেন্ট ফেং ইয়ে বলেন, ‘বিক্রেতাদের খরচ বাড়লে, সেই বোঝা সরাসরি ভোক্তাদের ওপর পড়বে।’

অন্য এক ঠিকাদার বলেন, ‘আমি তিনবার ট্রাম্পকে ভোট দিয়েছি, কিন্তু এই শুল্ক আমাকে শেষ করে দিচ্ছে। উচ্চমূল্যের বাসাবাড়ির কাজগুলো হারাচ্ছি, কারণ মক্কেলরা শেয়ারবাজারে ক্ষতির মুখে পড়েছে।’

ক্যালিফোর্নিয়ার ক্যাপিটাল লাম্বার কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক মার্ক সারাকো জানান, শুল্কের কারণে প্রতি বাড়ির খরচ ৩০ হাজার থেকে ৪০ হাজার ডলার পর্যন্ত বাড়তে পারে। ক্যালিফোর্নিয়ার আগুনে পুড়ে যাওয়া ১৫ হাজার ঘরের পুনর্নির্মাণ ব্যয় বেড়ে যাবে প্রায় ৬০ কোটি ডলার।

সম্পত্তি গবেষণা প্রতিষ্ঠান কোটালিটির বিশ্লেষণে বলা হয়েছে, নতুন বাড়ি নির্মাণে গড় খরচ ১৭ হাজার থেকে ২২ হাজার ডলার পর্যন্ত বেড়ে যেতে পারে।

কোটালিটির নির্বাহী ভাইস প্রেসিডেন্ট পিটার ক্যারল বলেন, ‘এই শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রের আবাসন সংকট আরও ঘনীভূত হবে।’

টেক্সাস ও ক্যালিফোর্নিয়ায় ব্যাটারি কারখানার মালিক ড্যানিয়েল ৩০ বছরের বেশি সময় ধরে কাজ করছেন ব্যাটারি নিয়ে। তিনি মনে করেন ট্রাম্প প্রশাসনের শুল্কনীতি চীনের চেয়ে যুক্তরাষ্ট্রকেই বেশি ক্ষতিগ্রস্ত করবে।

তিনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র নিজের দেশে সব ব্যাটারি তৈরি করতে চায়, তবে কিছু বিশেষ যন্ত্রপাতি ও কাঁচামাল চীন থেকেই আনতে হবে, কারণ আমাদের সেই প্রযুক্তি এখনও যুক্তরাষ্ট্রে নেই। ড্যানিয়েলের মতে, ব্যাটারি প্রযুক্তিতে যুক্তরাষ্ট্র চীনের চেয়ে অন্তত ১০ বছর পিছিয়ে।

যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক যানবাহনে ব্যবহৃত অধিকাংশ ব্যাটারিই চীন থেকে আসে, কারণ সেই উৎপাদন সক্ষমতা অন্য দেশের নেই। ড্রোন, চিকিৎসা যন্ত্রপাতি, গবেষণাগার ও উচ্চ প্রযুক্তির পণ্যে ব্যবহৃত ব্যাটারিরও একটি বড় অংশই চীন থেকে আমদানি করা হয়।

ড্যানিয়েল বলেন, ‘যদি চীন তাদের উন্নত ব্যাটারি রফতানি বন্ধ করে দেয়, তাহলে যুক্তরাষ্ট্রের গবেষণা, হাসপাতাল ও উৎপাদন খাত বড় সমস্যায় পড়বে।’

তিনি জানান, ব্যাটারির পুরো উৎপাদন শৃঙ্খল গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের অন্তত পাঁচ বছর লাগবে, কারণ কাঁচামাল ও প্রযুক্তির ঘাটতি রয়েছে। ড্যানিয়েলের অভিযোগ, শুল্ক আরোপের আগে কোনও আলোচনা হয়নি, প্রস্তুতির সময়ও দেওয়া হয়নি। নির্দেশনা অস্পষ্ট, প্রশাসনের কর্মকর্তাদের বক্তব্যও পরস্পরবিরোধী।

এই অনিশ্চয়তার মধ্যে তিনি কেবল পুরোনো কিছু ক্রেতাকে সীমিতভাবে পণ্য সরবরাহ করছেন। রোলস-রয়েসের বিদ্যুৎপ্রদানকারী ব্র্যান্ড এমটিইউ ইতোমধ্যে শুল্কজনিত খরচ অনিশ্চয়তার কারণে মূল্য নির্ধারণ বন্ধ করেছে।

ড্যানিয়েল বললেন, ‘বহু প্রতিষ্ঠান এখন দাম বলতে পারছে না, অর্ডার নিতে পারছে না, পণ্য পাঠাতে পারছে না। এর ফলে পুরো অর্থনীতিই ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো দিল্লি
শর্তসাপেক্ষে সব জিম্মিকে ছেড়ে দিতে প্রস্তুত হামাস
নিজ বিশ্ববিদ্যালয়ে পুলিশ কর্মকর্তার ছেলের এলোপাতাড়ি গুলিবর্ষণ, নিহত ২
সর্বশেষ খবর
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
মাগুরার আছিয়াকে নিয়ে বাপ্পার গান
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেফতার
খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ গ্রেফতার
মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ১
মিরপুরে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ১
ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়ায়  যা বললো দিল্লি
ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়ায় যা বললো দিল্লি
সর্বাধিক পঠিত
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
ঋণের কিস্তি ছাড় স্থগিত রাখলো আইএমএফ
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
২৯ ঘণ্টা বন্ধ থাকবে খিলক্ষেত-কুড়িল-বসুন্ধরা সড়ক
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
টিপকাণ্ডে ১৮ জনের বিরুদ্ধে সেই কনস্টেবলের মামলা
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
গ্রামীণ ব্যাংকে সরকারের মালিকানা কমলো
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত
আসন্ন বাজেটে বৈষম্য কমবে, অগ্রাধিকার পাবে যেসব খাত