X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের হুমকির জবাব, ‘কানাডা ইজ নট ফর সেল’ ক্যাপ ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৯আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:২৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডার প্রতি হুমকির জবাবে এক উদ্যোক্তার তৈরি করা ক্যাপ ‘কানাডা ইজ নট ফর সেল’ (কানাডা বিক্রির জন্য নয়) ভাইরাল হয়ে পড়েছে। অটোয়াভিত্তিক ডিজাইন ফার্মের প্রতিষ্ঠাতা লিয়াম মুনির এই ক্যাপ তৈরি করেছেন। ট্রাম্পের শুল্ক হুমকি ও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্যে রূপান্তরের প্রস্তাবের প্রতিক্রিয়ায় এটি ডিজাইন করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে অটোয়ায় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অন্যান্য প্রাদেশিক প্রধানদের সঙ্গে বৈঠকে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড ক্যাপটি পরায় এটি বিশেষ নজর কাড়ে। বৈঠকটি ট্রাম্পের কানাডার আমদানির ওপর শুল্ক আরোপের হুমকি নিয়ে আলোচনার জন্য আয়োজিত হয়েছিল।

মুনির দাবি, এরপর থেকে অনলাইনে ক্যাপটির হাজার হাজার অর্ডার আসতে শুরু করে।

তিনি রয়টার্সকে বলেন, ট্রাম্পের বক্তব্যের সৃজনশীল প্রতিক্রিয়া হিসেবে এটি ডিজাইন করা হয়েছে। এটি রাজনৈতিক আলোচনার বাইরে গিয়ে জাতীয়তাবাদ ও ঐক্যের বার্তা দেয়।

ট্রাম্পের শুল্ক হুমকি কানাডার অর্থনীতিকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে এবং যুক্তরাষ্ট্রেও তেল ও অন্যান্য পণ্যের দাম বাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের হুমকির জবাব, ‘কানাডা ইজ নট ফর সেল’ ক্যাপ ভাইরাল

এদিকে, রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে রয়েছে কানাডা। প্রায় এক দশক ক্ষমতায় থাকা লিবারেল নেতা ট্রুডো মার্চে পদত্যাগ করতে যাচ্ছেন। এ সময় কনজারভেটিভ বিরোধীরা ফেডারেল নির্বাচনের আগে জনমত জরিপে এগিয়ে রয়েছে।

মুনি জানান, ফোর্ডের ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকার থেকে ক্যাপটির আইডিয়া আসে। সেখানকার এক উপস্থাপক ফোর্ডকে কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত করার পরামর্শ দেন এবং এটিকে ‘অধিকার’ বলে বর্ণনা করেন। জবাবে ফোর্ড বলেন, ‘কানাডা বিক্রির জন্য নয়’।

ট্রাম্প বৃহস্পতিবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেওয়া এক ভিডিও বক্তৃতায় বলেন, তিনি কানাডার কাছ থেকে সম্মান আশা করেন। এর আগেও তিনি ট্রুডোকে ‘গভর্নর’ বলে উল্লেখ করেছেন।

মুনির মন্তব্য, আমাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে যখন আমাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমাদের চারপাশে মিত্র এবং বন্ধু রয়েছে যারা এই আহ্বানে সাড়া দিতে এবং আমাদের রক্ষায় এগিয়ে আসতে প্রস্তুত।

/এএ/
সম্পর্কিত
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সরকারি কর্মী ছাঁটাই সহজ করতে ট্রাম্পের নতুন উদ্যোগ
সর্বশেষ খবর
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
চবির অপহৃত ৫ শিক্ষার্থীকে ফেরত পেতে রাস্তায় নামার হুঁশিয়ারি
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
চীনের অর্থনীতি আবারও চমকে দিলো বিশ্বকে
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত