X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

রাজনৈতিক খবরে ক্লান্ত আমেরিকানরা, এপির নতুন জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:১৫

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা সময় একজন ডেমোক্র্যাট জিয়াদ আউনাল্লাহ রাজনৈতিক সংবাদের রাজ্যে ডুবে ছিলেন। তবে অনেক আমেরিকানের মতো তিনিও এখন তা থেকে সরে আসছেন।

৪৫ বছর বয়সী আউনাল্লাহ সান দিয়েগোর বাসিন্দা। তিনি বলেন, ‘মানুষ এখন মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছে। কি হতে যাচ্ছে সবাই তা জানে। আমরা এখন কিছুটা বিরতি নিচ্ছি।’

ডিসেম্বরের শুরুতে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস এর এনওআরসি সেন্টার ফর পাবলিক অ্যাফেয়ার্স রিসার্চ-এর একটি জরিপে বলা হয়, সম্প্রতি অতিরিক্ত চাপের কারণে প্রায় দুই তৃতীয়াংশ আমেরিকান মনে করছেন, রাজনীতি ও সরকার সম্পর্কে গণমাধ্যমের ব্যবহার সীমাবদ্ধ করা প্রয়োজন।

ওই জরিপে দেখা গেছে, প্রতি ১০ জন ডেমোক্র্যাট সদস্যের মধ্যে সাতজন রাজনৈতিক সংবাদ থেকে সরে এসেছেন। তবে রিপাবলিকানদের মধ্যে এই হার অবশ্য এতটা বেশি নয়। প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৬ জন রিপাবলিকান জানান, তারা কিছুটা সময় নেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। স্বতন্ত্ররাও এমনটাই ভাবছেন।

রাজনৈতিক খবর প্রকাশ করে এমন টিভি নেটওয়ার্কগুলোতে এই পার্থক্য আরও স্পষ্ট হয়েছে। জরিপ সংস্থা নিলসেন জানায়, নির্বাচনের পর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত এমএসএনবিসির প্রাইম টাইম ভিউয়ারশিপ গড়ে ছিল ৬ লাখ ২০ হাজার, যা চলতি বছরের প্রাক নির্বাচনের তুলনায় ৫৪ শতাংশ কম।

একই সময়ে সিএনএনের গড়ে ৪ লাখ ৫ হাজার দর্শক ছিল, যা আগের চেয়েও ৪৫ শতাংশ কম।

তবে ট্রাম্পের সমর্থকদের প্রিয় নিউজ নেটওয়ার্ক হিসেবে পরিচিত ফক্স নিউজ চ্যানেলের দর্শক বেড়েছে বলে জানায় নিলসেন। এই চ্যানেলের নির্বাচন পরবর্তী দর্শকের গড় সংখ্যা ১৩ শতাংশ বেড়ে ২৬ লাখ ৮০ হাজার হয়েছে।

জরিপে আরও বলা হয়, নির্বাচনের পর থেকে সন্ধ্যায় এই তিনটি কেবল নেটওয়ার্কের মধ্যে ফক্স নিউজ দেখেছেন ৭২ শতাংশ মানুষ। এই সংখ্যা নির্বাচনের দিনের আগের তুলনায় ৫৩ শতাংশ বেশি।

টেলিভিশন রেটিং-এ অবনতি ঘটার কথা উল্লেখ করলেও স্ট্রিমিং এবং ডিজিটাল রেটিংগুলো সামঞ্জস্যপূর্ণ থাকার কথা জানিয়েছে সিএনএন।

/এএকে/
সম্পর্কিত
কঙ্গোতে মাঝনদীতে নৌকায় আগুন, ১৪৮ জনের মৃত্যু
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৯ মাত্রার ভূমিকম্প
সর্বশেষ খবর
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
একইদিনে জাতীয় পার্টির জিএম কাদের ও রওশনপন্থির পৃথক বর্ধিত সভা
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি বিচার বিভাগীয় কর্মচারীদের
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
নিজ ঘর থেকে এসএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
‘নিষিদ্ধের পাশাপাশি আ.লীগ নেতাকর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবি তুলতে হবে’
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল