X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রাম্প প্রশাসনে যে দায়িত্ব পেলেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১২:১৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:১৭

নানা জল্পনা কল্পনাকে সত্যি করে আসন্ন রিপাবলিকান প্রশাসনে জায়গা করে নিয়েছেন শীর্ষ ধনকুবের ও টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এক বিবৃতিতে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সিনামে নতুন একটি দফতরের দায়িত্ব দিতে যাচ্ছেন তিনি। বুধবার (১৩ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

নির্বাচিত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্টকে নতুন করে প্রায় চার হাজার পদে নিয়োগ দিতে হয়। আর সেই তালিকায় মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নিয়োগও অন্তর্ভুক্ত থাকে। বিজয়ী হওয়ার পরই একে একে নতুন প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা করছেন ট্রাম্প।

মঙ্গলবারের বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এই অসাধারণ দুই আমেরিকান মিলে সরকারি আমলাতন্ত্রের অবসান ঘটানোর পথ তৈরি করবেন। বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রণের বাড়াবাড়ি ও অর্থের অপচয় রোধ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনে কাজ করবেন, যা “সেইভ আমেরিকা” উদ্যোগের জন্য অপরিহার্য।’

ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাপকভাবে সক্রিয় ছিলেন মাস্ক। তার প্রচারশিবিরে প্রায় ২০ কোটি ডলার অনুদান দিয়ে ব্যাপক আলোচনায় আসেন শীর্ষ এই ধনকুবের। বিজয়ী ভাষণেও ট্রাম্প মাস্কের কথা বিশেষভাবে উল্লেখ করেন। এতে করে অনেকেই অনুমান করছিলেন, রিপাবলিকান প্রশাসনে গুরুত্বপূর্ণ কোনও পদে দেখা যেতে পারে মাস্ককে।

এদিকে, একই দফতরের দায়িত্ব পাওয়া অপর ব্যক্তি বিবেক রামাস্বামী এর আগে রিপাবলিকান পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌঁড়ে ছিলেন। পরবর্তীতে অবশ্য ট্রাম্পের পক্ষে সোচ্চার হন তিনি।

/এএকে/
টাইমলাইন: মার্কিন নির্বাচন ২০২৪
১৩ নভেম্বর ২০২৪, ১২:১৭
ট্রাম্প প্রশাসনে যে দায়িত্ব পেলেন ইলন মাস্ক
০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৬
০৬ নভেম্বর ২০২৪, ২৩:১০
০৬ নভেম্বর ২০২৪, ১৮:৩৯
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ