যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি স্কুলে এক শিক্ষার্থীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন শিক্ষক ও বন্দুকধারীর দুই সহপাঠী রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৯ জন। বুধবার (৪ সেপ্টেম্বর) জর্জিয়ার একটি উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। স্কুল ক্যাম্পাসের ১৪ বছর বয়সী বালকের এমন কাণ্ড যুক্তরাষ্ট্রকে বড় ধাক্কা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
তদন্তকারীরা জানিয়েছেন, একটি স্কুলে গুলি চালানোর বিষয়ে অনলাইন হুমকির নিয়ে গত বছর সন্দেহভাজন ওই শিক্ষার্থীর সাক্ষাৎকার নিয়েছিলেন আইন প্রয়োগকারী সংস্থা। জর্জিয়ার উইন্ডারের অ্যাপালাচি হাই স্কুলে গোলাগুলি হওয়ার পরপরই তাকে হেফাজতে নেওয়া হয়েছিল।
একটি সংবাদ সম্মেলনে জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস হোসি বলেছেন, সন্দেহভাজন শিক্ষার্থীর নাম কোল্ট গ্রে (১৪)। তিনি জানান, একজন প্রাপ্তবয়স্ক হিসেবে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে এবং বিচার করা হবে।
ব্যারো কাউন্টির পুলিশ কর্মকর্তা শেরিফ জুড স্মিথ বলেছেন, ‘এআর প্ল্যাটফর্ম স্টাইল অস্ত্র’ বা আধা-স্বয়ংক্রিয় রাইফেলে সজ্জিত বন্দুকধারী স্কুলে নিযুক্ত ডেপুটিদের মুখোমুখি হতেই তৎক্ষণাৎ মাটিতে লুটিয়ে পড়ে আত্মসমর্পণ করে।
স্মিথ সাংবাদিকদের বলেছেন, কর্মকর্তারা নিহতদের শনাক্ত করেছেন। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী ম্যাসন শেরমারহর্ন ও ক্রিশ্চিয়ান অ্যাঙ্গুলো এবং রিচার্ড অ্যাসপিনওয়াল (৩৯) ও ক্রিস্টিনা ইরিমি (৫৩) নামের দুই শিক্ষক রয়েছেন। হাসপাতালে ভর্তি হওয়া নয়জনের সবাই সুস্থ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
স্মিথ বলেন, ‘আজ যা ঘটেছে তার পুরোটাই একটি শয়তানি কর্মকাণ্ড।’