X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

তাপপ্রবাহের হুমকিতে যুক্তরাষ্ট্রের ১৩ কোটি মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৭ জুলাই ২০২৪, ২১:৩০আপডেট : ০৭ জুলাই ২০২৪, ২১:৩০

যুক্তরাষ্ট্রের ১৩ কোটির বেশি মানুষ রেকর্ড-ভাঙা তাপপ্রবাহের হুমকিতে পড়েছেন। দেশটির পূর্ব উপকূল থেকে পশ্চিম উপকূল পর্যন্ত ছড়িয়ে পড়া এই তাপপ্রবাহের কারণে তাপমাত্রা বিপজ্জনকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস)-এর আবহাওয়াবিদ জ্যাকব অ্যাশারম্যান জানান, এই তাপ ও আর্দ্রতা মিলে প্যাসিফিক নর্থওয়েস্ট, মিড-আটলান্টিক এবং নর্থইস্ট অঞ্চলে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৮ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করতে পারে।

অ্যাশারম্যান বলেছেন, ওরেগন রাজ্যের ইউজিন, পোর্টল্যান্ড এবং সালেমসহ বেশ কয়েকটি শহরে রেকর্ড ভাঙা তাপমাত্রা দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংশে আরও বেশ কিছু রেকর্ড ভেঙে যেতে পারে। যার ফলে কোটি কোটি মানুষকে শীতল কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে হবে।

এনডব্লিউএস শনিবার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমের বেশিরভাগ অংশে তাপমাত্রা বৃদ্ধি পাবে এবং শুক্রবার পর্যন্ত এই অবস্থা বজায় থাকবে। তিন অঙ্কের তাপমাত্রা (১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে) পূর্বাভাস করা হয়েছে, যা স্বাভাবিকের চেয়ে ১৫ ডিগ্রি থেকে ৩০ ডিগ্রি (৮-১৬ সেলসিয়াস) বেশি হতে পারে। এছাড়া, পূর্বাঞ্চলের জন্যও গরম আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। বাল্টিমোর ও মেরিল্যান্ডের অন্যান্য অঞ্চলে তাপ সূচক ১১০ ডিগ্রি ফারেনহাইট (৪৩ সেলসিয়াস) পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

বাল্টিমোর অঞ্চলের জন্য এনডব্লিউএসের পরামর্শ বার্তায় বরা হয়েছে, পর্যাপ্ত পরিমাণে তরল পান করুন, এয়ার কন্ডিশনার রুমে অবস্থান করুন, সূর্যালোক থেকে দূরে থাকুন এবং আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের খোঁজখবর নিন। ছোট বাচ্চা ও পোষা প্রাণীদের কখনোই গাড়িতে একা ফেলে রাখা উচিত নয়।

জুন মাস থেকে যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট অঞ্চলে চরম তাপপ্রবাহ চলছে। সেখানে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস) অতিক্রম করেছে।

এনডব্লিউএস সতর্ক করে বলেছে, যথাসম্ভব পানি পান করুন, ছায়ায় অবস্থান করুন এবং অত্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না।

 

/এএ/
সম্পর্কিত
ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান চান নেতানিয়াহু
কাশ্মীর সংকট: চীন ও পাকিস্তানের মধ্যে ফোনালাপ
কাশ্মীর হামলাভারতে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল বন্ধ, বিবিসিকেও সতর্কবার্তা
সর্বশেষ খবর
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ শেডে আগুনের ঘটনায় তদন্ত কমিটি
ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান চান নেতানিয়াহু
ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান চান নেতানিয়াহু
বাগেরহাট বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ
বাগেরহাট বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ
নেত্রকোনায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু
নেত্রকোনায় বজ্রাঘাতে দুই জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডোর দিতে রাজি সরকার
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
হাইকোর্টে প্রতিবেদন: নিয়ম মেনেই হয়েছিল আদানির বিদ্যুৎ চুক্তি
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’