X
রবিবার, ৩০ জুন ২০২৪
১৬ আষাঢ় ১৪৩১
প্রেসিডেনশিয়াল বিতর্ক

পর্নো তারকাকে নিয়ে বাইডেনের আক্রমণ, পাল্টা জবাব ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২৪, ১২:৫৩আপডেট : ২৮ জুন ২০২৪, ১৬:৫৯

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের টেলিভিশন বিতর্কে একে অপরকে লক্ষ্য করে আক্রমণ ও পাল্টা আক্রমণ করেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় পর্নো তারকাকে ঘুষ দেওয়া নিয়ে ট্রাম্পকে আক্রমণ করেছেন বাইডেন। জবাবে বাইডেনের ছেলের বন্দুক কেনা এবং মাদক ব্যবহারে মিথ্যা বলা নিয়ে পাল্টা আক্রমণ করেন ট্রাম্প। আগামী ৫ নভেম্বরের নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার (২৭ জুন) প্রেসিডেন্ট বিতর্কের আয়োজন করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। চার বছরের মধ্যে এই প্রথম একে অন্যের মুখোমুখি হলেন তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

বিতর্কে পররাষ্ট্রনীতি, ইউক্রেন ও গাজা যুদ্ধ, অর্থনীতি, সীমান্ত ইস্যু, সামাজিক নিরাপত্তা, চাইল্ড কেয়ার, কংগ্রেস ভবনে হামলার ঘটনা এবং গর্ভপাতসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেন ট্রাম্প ‍ও বাইডেন। এসময় একে অন্যের বিরুদ্ধে মিথ্যা বলার অভিযোগ আনেন এবং পরস্পরকে তীব্র বাক্যবাণে ঘায়েল করার চেষ্টা করেন তারা।

প্রথম আধ ঘণ্টা তেমন সুবিধা করতে না পারলেও বিতর্কের দ্বিতীয় ধাপে কিছুটা ভালো পারফরম্যান্স করেন বাইডেন। তখন তিনি পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে নিয়ে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হওয়ার জন্য ট্রাম্পকে আক্রমণ করেন। এসময় সাবেক এই প্রেসিডেন্টকে ‘অপরাধী’ বলেও অভিহিত করেছিলেন বাইডেন।

এই আক্রমণের জবাবে ছেলে হান্টার বাইডেনের বন্দুক কেনা এবং মাদকের ব্যবহার নিয়ে মিথ্যা বলার জন্য দোষী সাব্যস্ত হওয়ার জন্য বাইডেনকে পাল্টা আক্রমণ করেন ট্রাম্প।

এরপরই বাইডেন বলেন, সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সসহ সাবেক মন্ত্রিসভার প্রায় সব সদস্যই ট্রাম্পের প্রচারণাকে সমর্থন করেননি। তিনি বলেন, ‘তারা তাকে ভালো করে জানেন। তারা তার সঙ্গে কাজ করেছেন। তাহলে তারা তাকে সমর্থন করছেন না কেন?’

ইতোমধ্যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু মন্তব্য করেন, যার অধিকাংশই সত্য নয় এবং দীর্ঘকাল তিনি সেগুলোর পুনরাবৃত্তি করেছেন। এর মধ্যে অন্যতম হলো, অভিবাসীরা যুক্তরাষ্ট্রে অপরাধের ঢেউ তুলেছে, ডেমোক্র্যাটরা শিশুহত্যাকে সমর্থন করে এবং ২০২০ সালের নির্বাচনে তিনিই জিতেছিলেন।

বিতর্কে উভয় প্রার্থী পরবর্তী মেয়াদের জন্য নিজেদের যোগ্যতা প্রদর্শন নিয়ে চাপের মুখে ছিলেন। বাইডেনকে তার বয়স এবং তীক্ষ্ণতা নিয়ে প্রশ্ন করা হয়। আর ট্রাম্পের দুর্বলতা ছিল তার উসকানিমূলক বক্তৃতা ও বিস্তৃত আইনি সমস্যাগুলো।

বিতর্কে কথা বলার সময় বাইডেনের কণ্ঠ খসখসে শোনাচ্ছিল। এ সময় বাইডেনের মিত্ররা চেহারায় আত্মবিশ্বাস ফুটিয়ে তোলার চেষ্টা করছিলেন। হোয়াইট হাউজের দুই কর্মকর্তা বলেছিলেন, বাইডেনের সর্দি ছিল। তাই কণ্ঠ এমন শোনাচ্ছিল। তবে প্রেসিডেন্টের পক্ষে সাফাই দিলেও বিতর্কে বাইডেনের দুর্বল পারফরম্যান্স ডেমোক্র্যাটদের বিচলিত করেছে। আশঙ্কা করা হচ্ছে, ভোটাররা ৮১ বছর বয়সী এই প্রেসিডেন্টকে আরও ৪ বছর মেয়াদে কাজ করার জন্য বয়স্ক মনে করবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বাইডেনের শীর্ষস্থানীয় এক দাতা প্রেসিডেন্টের কর্মক্ষমতা নিয়ে সন্দেহ পোষণ করে তাকে ‘অযোগ্য’ বলে অভিহিত করেছেন।

বিতর্কের পরে সিএনএন-এ উপস্থিত হন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। বাইডেনের শুরুটা ভালো ছিল না বলে স্বীকার করেন তিনি। তবে তিনি যুক্তি দিয়েছিলেন, ভোটারদের উচিত বাইডেন ও ট্রাম্পকে ক্ষমতায় থাকাকালীন তাদের কাজ দিয়ে বিচার করা।

সিএনএন হোস্ট অ্যান্ডারসন কুপারকে কমলা হ্যারিস বলেছিলেন, ‘আমি আপনার সঙ্গে বিগত ৯০ মিনিট নিয়ে কথা বলতে যাচ্ছি না। যেহেতু আমি গত সাড়ে তিন বছর ধরে তার পারফরম্যান্স দেখছি।’

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
সাগরে পাওয়া বোতলের তরল পান, ৪ লঙ্কান জেলের মৃত্যু
প্রাণঘাতী রুশ হামলার পর আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
পশ্চিমাদের বিরুদ্ধে ‘হাইব্রিড’ যুদ্ধে জড়াচ্ছে রাশিয়া
সর্বশেষ খবর
টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে মারধর, কার্যালয় ঘেরাও
টাঙ্গাইলে পল্লী বিদ্যুতের দুই কর্মচারীকে মারধর, কার্যালয় ঘেরাও
সাগরে পাওয়া বোতলের তরল পান, ৪ লঙ্কান জেলের মৃত্যু
সাগরে পাওয়া বোতলের তরল পান, ৪ লঙ্কান জেলের মৃত্যু
কমলো ডিজেলের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল
কমলো ডিজেলের দাম, অপরিবর্তিত অকটেন-পেট্রোল
‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
‘প্রত্যয়’ নিয়ে কেন ‘সংশয়ে’ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা?
সর্বাধিক পঠিত
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
খালি পেটে মধু এবং কালোজিরা খেলে কী হয়?
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
রাষ্ট্র আমাকে বাঁচিয়ে রাখতে চায় কি না, প্রশ্ন ব্যারিস্টার সুমনের
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
গৃহপরিচারিকাকে ধর্ষণ ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফিজিওথেরাপিস্ট গ্রেফতার
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৩০ জুন, ২০২৪)
কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে
কোহলির ২ ঘণ্টা পর রোহিতও অবসরে