দ্বিতীয় পরীক্ষামূলক উৎক্ষেপণেও হারিয়ে গেলো ইলন মাস্কের স্টারশিপ রকেট। মার্কিন ধনকুবের মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স এটি উৎক্ষেপণ করেছে। যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে স্থানীয় সময় শনিবার সকাল সাতটার দিকে রকেটটি উৎক্ষেপণ করা হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বিবিসি জানায়, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগে রকেটটি প্রায় ৮ মিনিট আকাশে উড্ডয়ন করে। রকেটের উপরের অংশ সফলভাবে বুস্টার থেকে আলাদা হয়ে যায়, যা পরে বিস্ফোরিত হয়। বিবিসির সংবাদদাতা বলছে, রকেটটি আটলান্টিক মহাসাগরে ভূপাতিত হয়েছে।
গত এপ্রিলে এই স্টারশিপ রকেটের প্রথম পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছিল। তবে চার মিনিট পরেই রকেটটি বিস্ফোরিত হয়েছিল।
স্টারশিপ এমন একটি রকেট যা পুনরায় ব্যবহারযোগ্য। এই শক্তিশালী রকেটে ভিনগ্রহে মানুষ পাঠাতে চায় নাসা।