প্রস্তাবিত কর বৃদ্ধির প্রতিবাদে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) পার্লামেন্টের কাছে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে ও জলকামান ব্যবহার করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
মঙ্গলবার পুলিশের সাথে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষের পর অবশ্য প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সরকার অর্থ বিলটিতে কিছুটা ছাড় দিতে রাজি হয়েছে। কিন্তু তারপরও বহিরাগত ঋণের ওপর নির্ভরতা কমাতে ও বাজেট ঘাটতি পূরণে কিছু ক্ষেত্রে বাড়তি কর আরোপ করবে সরকার।
বাড়তি কর আরোপের ফলে মৌলিক পণ্যের দাম বাড়বে। এতে জীবনযাত্রার ব্যয় সংকট আরও খারাপ হবে। ভারত মহাসাগরের উপকূলীয় মোম্বাসা ও লেকসাইড শহর কিসুমুসহ সারাদেশে বিক্ষোভ করার সিদ্ধান্ত নিয়েছে বিক্ষোভকারীরা। এই দুইটি শহরই বিরোধী দলের ঘাঁটি হিসেবে পরিচিত।
নাইরোবিতে বৃহস্পতিবার বিলটি নিয়ে পার্লামেন্টে বিতর্ক করেন আইন প্রণেতারা। ৩০ জুনের আগেই বিলের চূড়ান্ত সংস্করণটি পাস করতে হবে।এমন পরিস্থিতিতে পার্লামেন্টের আশপাশের রাস্তা অবরোধ ও বাড়তি পুলিশ মোতায়েন করেছে কর্তৃপক্ষ।
সকালে বিক্ষোভকারীদের ওপর ব্যাপক টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। গত মঙ্গলবার রুটি, গাড়ির মালিকানা, আর্থিক ও মোবাইল পরিষেবার ওপর প্রস্তাবিত শুল্ক অপসারণের ঘোষণা করেছে সরকার। তারপরই রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা। এসময় অন্তত ৩৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।