X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বাংলাদেশে আইএস-এর নতুন ফ্রন্ট, পরিচালনায় আবু ইব্রাহিম!

বাধন অধিকারী
১৪ এপ্রিল ২০১৬, ১৪:১০আপডেট : ১৪ এপ্রিল ২০১৬, ১৪:৪২
image

বাংলাদেশে আইএসের (ইসলামিক স্টেট) কোনও তৎপরতা নেই, সরকারের এমন দাবির বিপরীতে সশস্ত্র সুন্নিপন্থী ওই সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত দাবিক নামের ম্যাগাজিনের শেষ সংখ্যার একটা বড় জায়গা জুড়ে আলোচিত হয়েছে বাংলাদেশে আইএসের তৎপরতার প্রসঙ্গ। দাবিক বলছে, ভারত ও বার্মায় আক্রমণ চালাতে বাংলাদেশের ভূমিকে ব্যবহারের পরিকল্পনা করছেন তারা। বাংলাদেশে ভিন্ন ধর্মাবলম্বী, বিদেশি নাগরিক আর ব্লগার খুনের ধারাবাহিকতায় তারা দাবি করছে, বাংলাদেশের স্থানীয় জিহাদিরা আইএসের প্রতি আনুগত্য জানিয়েছে এবং তাদেরকে আইএসের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। দাবিক-এর শেষ সংখ্যার বরাতে নিউ ইয়র্ক ভিত্তিক সংবাদমাধ্যম বাজফিড এবং ভারতীয় সংবাদমাধ্যম ডেইলি নিউজ অ্যান্ড অ্যানালাইসিস (ডিএনএ) এসব খবর জানিয়েছে। তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বাংলা ট্রিবিউনকে জানানো হয়েছে, এ সংক্রান্ত কোনও তথ্য তাদের কাছে নেই।  

আইএসের দাবি, এরা সবাই তাদের সংগঠনের বাংলাদেশি সদস্য

বুধবার প্রকাশিত দাবিক এর শেষ সংখ্যার বরাতে বাজফিড জানায়, দাবিক-এ আবু জান্দাল আল বাঙালি নামের একজন ব্যক্তির প্রোফাইল প্রকাশিত হয়েছে। দাবিক বলছে, জান্দাল সিরিয়ার উত্তরাঞ্চলে আইন ইশার যুদ্ধে প্রাণ হারিয়েছেন। দাবিকের দাবি অনুযায়ী জান্দাল বাংলাদেশের রাজধানী ঢাকার এক সমৃদ্ধ পরিবারের সন্তান, তার সামরিক সংশ্লিষ্টতা ছিল। জিন্দাল আইএসের প্রশিক্ষণ শিবিরে যোগ দেওয়ার পর থেকেই শহিদী মৃত্যুকে বরণ করতে প্রস্তুত ছিলেন। দাবিকের দাবি অনুযায়ী, জিন্দাল একজন একনিষ্ঠ জিহাদি ছিলেন এবং বাংলাদেশে জিহাদের পক্ষে একনিষ্ঠ ভূমিকা পালন করেছিলেন তিনি। 

আরও পড়ুন: পরবর্তী নিশানা বাংলাদেশ: আইএস

বাজফিডের খবরে বলা হয়েছে, দাবিক এর শেষ সংখ্যায় ইসলামের ভাতৃবর্গকে নির্দেশ করে জিন্দালের একটি ছোট্ট চিঠিও প্রকাশিত হয়েছে। ওই চিঠিতে তিনি মুসলমান সম্প্রদায়কে আইএসে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, ‘প্রত্যেক দিন শারীরিক ব্যায়াম করবার চেষ্টা করবে, এই কথাটা ভুলে যাবে না’। 

আবু জান্দাল আল বাঙালি

দাবিক এর প্রকাশিত শেষ সংখ্যার শেষ কয়েকটি পাতা বরাদ্দ করা হয়েছে শেখ আবু ইব্রাহিম আল হানিফ নামের একজন ব্যক্তির সাক্ষাৎকার ছাপা হয়েছে। দাবিক-এর দাবি অনুযায়ী আবু ইব্রাহিম এখন বাংলাদেশে আইএসের তৎপরতা পরিচালনা করছেন (পুরো সাক্ষাৎকারেই বাংলাদেশকে বেঙ্গল সম্বোধন করেছেন আবু ইব্রাহিম)। ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ বলছে, সাক্ষাৎকারে শেখ হাসিনার সরকারকে ভারতের প্রতি অনুগত উল্লেখ করে আবু ইব্রাহিম বলেছেন, ‘এই অঞ্চলের মুসলমানরা বিশেষত বার্মার মুসলমানরা বৌদ্ধবাদ ও হিন্দুত্ববাদের ভয়াবহ নিপীড়নের শিকার।’ তিনি জানান, আইএস বাংলাদেশে জিহাদি কার্যক্রম শক্তিশালী করার পর তারা বার্মায় তৎপরতা শুরু করবেন। আবু ইব্রাহিম বলেন, ‘বেঙ্গলে (বাংলাদেশে) হিন্দুদের ব্যাপক পরিমাণে নিশানা করা না গেলে সেখানে শরীয়া প্রতিষ্ঠা সম্ভব নয়’। 

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে আইএস-জেএমবি সেতুবন্ধনের প্রয়াস!

বাজফিডের খবরে বলা হয়েছে, ২০০১-২০০৬ সাল পর্যন্ত ক্ষমতাসীন জোটের অংশ থাকার পরও কেন জামায়াতে ইসলামী বাংলাদেশে ‘আল্লাহর আইন’ প্রতিষ্ঠা করতে পারল না, তার সমালোচনাও করা হয় সাক্ষাৎকারে। আবু ইব্রাহিম বলেন, ‘ভূ-রাজনৈতিক কারণ এবং ভারতের সঙ্গে সহজ যোগাযোগ ব্যবস্থার কারণে বাংলাদেশ বৈশ্বিক জিহাদের জন্য জরুরি এক স্থান’। আবু ইব্রাহিম মনে করেন, বাংলাদেশে জিহাদিদের একটি শক্ত ঘাঁটি তৈরী করা গেলে পশ্চিম ও পূর্ব বাংলা, দুই দিক থেকে ভারতের অভ্যন্তরে হামলা চালানো যাবে।

আইএস

 

গত বছর আশুরার দিনে পুরান ঢাকায় শিয়া মসজিদে হামলায় একজন তরুণ নিহত এবং শতাধিক মানুষ আহত হন। সেটাই ছিল শিয়া জনগোষ্ঠীকে লক্ষ্য করে প্রথম হামলা। ঢাকার কূটনৈতিক এলাকায় একজন ইতালীয় সহায়তা-কর্মীকে হত্যার এক মাসেরও কম সময়ের মধ্যে ওই হামলা হয়। এছাড়াও রংপুরে হত্যা করা হয় একজন জাপানি নাগরিককে। জিহাদি কার্যক্রম পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সাইট ইন্টিলিজেন্স সবগুলো হামলার পেছনে আইএসের দায় স্বীকারের খবর দিয়েছে। ফেব্রুয়ারিতে মন্দিরে একজন হিন্দু ধর্ম যাজককে হত্যার ঘটনায়ও দায় স্বীকার করেছে আইএস।  যদিও বাংলাদেশে আইএসের উপস্থিতির বিষয়টি বরাবারই অস্বীকার করে আসছে এ দেশের নিরাপত্তা সংশ্লিষ্টরা, তারপরও গত বছর পুলিশ স্বীকার করেছে যে আনসারুল্লাহ বাংলা টিমের কিছু সদস্যকে তারা জিজ্ঞাসাবাদ করে জেনেছেন, তারা আইএস এবং আল কায়েদার প্রতি সহানুভূতিশীল।

আরও পড়ুন: অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে!

‘দাবিক’ এর সবশেষ সংখ্যায় বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে আইএস কর্তৃক স্বীকৃতি দেওয়ার বিষয়ে জিজ্ঞেস করলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের কাছে এরকম কোনও তথ্য নেই। তারা যেহেতু কোনও জঙ্গি সংগঠনের নাম উল্লেখ করেনি, তাহলে মনে করতে হবে এদের সঙ্গে আসলে কোনও যোগাযোগ নেই।’ সূত্র: বাজফিড, ডিএনএ

/বিএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদ নির্বিঘ্ন হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
ঈদ নির্বিঘ্ন হওয়ায় কর্মকর্তাদের ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা
সুনামগঞ্জ মেডিক্যাল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো সেনাবাহিনী
সুনামগঞ্জ মেডিক্যাল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, সরিয়ে দিলো সেনাবাহিনী
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল
নারীর মরদেহের ময়নাতদন্ত নারী চিকিৎসক দিয়ে কেন নয় প্রশ্নে হাইকোর্টের রুল
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে সড়কে গেলো এসএসসি পরীক্ষার্থীর প্রাণ
সর্বাধিক পঠিত
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে ৩ ভুল
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম
প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় এনসিপি: নাহিদ ইসলাম