X
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫
১৫ বৈশাখ ১৪৩২

ইরানের পারমাণবিক কর্মসূচির সম্পূর্ণ অবসান চান নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৫, ১৬:১০আপডেট : ২৮ এপ্রিল ২০২৫, ১৬:১০

ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে রবিবার (২৭ এপ্রিল) এ কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলাপের প্রতি ইঙ্গিত করে নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তবে আমি স্পষ্ট বলে দিয়েছি, যে কোনও উপায়েই হোক না কেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে হবে।

ওমানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এখন পর্যন্ত তিন দফা পরোক্ষ আলোচনা হয়েছে। ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা এবং এর বিনিময়ে ওয়াশিংটনের আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করার উদ্দেশে এই আলোচনা চলমান আছে।

চলতি মাসের শুরুর দিকে রোমে আয়োজিত বৈঠকের পর ওমান জানায়, ইরানকে সম্পূর্ণ পরমাণু অস্ত্রমুক্ত করে তাদের ওপর সব আর্থিক নিষেধাজ্ঞা প্রত্যাহার যেন অর্জন করা যায়, তেহরান এবং ওয়াশিংটন সেরকম একটি চুক্তির দিকেই অগ্রসর হচ্ছে। তবে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তি উন্নয়নের অধিকার ইরানের হাতে থাকবে।

তবে এসব আশ্বাসে সন্তুষ্ট নন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হবে যদি ইরান তার সামগ্রিক পারমাণবিক অবকাঠামো বাতিল করতে সম্মত হয়। এখানে তিনি লিবিয়াকে উদাহরণ হিসেবে টেনেছেন। ২০২৩ সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার চুক্তি অনুযায়ী তারা পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করতে রাজি হয়। 

তেহরানকে যে কোনও মূল্যে পারমাণবিক অস্ত্র অর্জনে বাঁধা প্রদান করার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ ইসরায়েলি প্রশাসন। নেতানিয়াহুর বক্তব্যে সেটা আবারও স্পষ্ট হয়ে ওঠে।

অন্যদিকে, ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকি সোমবার জানান, ইরানের পররাষ্ট্রনীতি বা অভ্যন্তরীণ সিদ্ধান্তের ওপর বহিঃশক্তির চাপ ঠেকানোর সামর্থ্য নিয়ে তারা আত্মবিশ্বাসী। মার্কিন কর্মকর্তারাও তাদের অবস্থানে দৃঢ় থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

ইরানে কোনও হামলা করা হলে সমুচিত জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন আরাকি। তিনি কিছুটা বিস্ময় প্রকাশ করে বলেন, ইরান-যুক্তরাষ্ট্র কূটনীতিতে প্রেসিডেন্ট ট্রাম্পকে নেতানিয়াহুর দিকনির্দেশনা দেওয়ার বিষয়টি খুবই দৃষ্টিকটু।

এদিকে, প্রয়োজনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে হামলার বিষয়টি ইসরায়েলের বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুকে জানিয়েছেন, আপাতত এমন কোনও অভিযানে তারা সমর্থন দেবেন না। যুক্তরাষ্ট্র আপাতত কূটনৈতিক উপায়ে এর সমাধান খুঁজছে।

/এসকে/
সম্পর্কিত
মিয়ানমারে ভূমিকম্প: ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শতাব্দীপ্রাচীন স্থাপনা
কাশ্মীরে হামলা নিয়ে সংবাদ প্রকাশের পর ভারতে তোপের মুখে বিবিসি
ক্রিমিয়া ছেড়ে দিতে পারেন জেলেনস্কি, আভাস দিলেন ট্রাম্প
সর্বশেষ খবর
যশোরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
যশোরে বজ্রাঘাতে কৃষকের মৃত্যু
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
ভোলায় ব‌াস ধর্মঘট প্রত‌্যাহার
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
যাত্রাবাড়ীতে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
ইরেশ যাকের ‘খুনি’: ফুঁসে উঠলো ফেসবুক!
সর্বাধিক পঠিত
রিজার্ভ আরও বাড়লো
রিজার্ভ আরও বাড়লো
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
শেখ হাসিনাকে ‘চুপ’ রাখতে পারবেন না বলে জানিয়েছেন মোদি: আল জাজিরাকে ড. ইউনূস
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
‘আমার স্বামীর কোনও দোষ নাই, শুধু আ.লীগ করে বলে মাইরা ফেলাইছে’
ইউআইইউ বন্ধ ঘোষণা
ইউআইইউ বন্ধ ঘোষণা
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ
প্রশাসনে অস্থিরতা কাটছেই না, বাড়ছে ক্ষোভ-অসন্তোষ