X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার ছেলে

আন্তর্জাতিক ডেস্ক
২৬ এপ্রিল ২০২৫, ১৫:৪৭আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১৫:৫৫

এক শীর্ষ মার্কিন গোয়েন্দা কর্মকর্তার ছেলে ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মারা গেছেন। শুক্রবার (২৫ এপ্রিল) এ তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সির (সিআইএ) এক মুখপাত্র। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ওই মুখপাত্র বলেন, সিআইএ’র ডিজিটাল ইনোভেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর জুলিয়েন গ্যালিনার ২১ বছর বয়সী ছেলে মাইকেল গ্লস মারা গেছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। জীবিত থাকাকালে দীর্ঘদিন মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন তিনি। ইউক্রেন যুদ্ধে যোগ দিয়ে গত বসন্তে নিহত হয়েছেন মাইকেল।

অবশ্য, মাইকেল কোন পক্ষের হয়ে যুদ্ধ করছিলেন, সে বিষয়ে কিছু বলেননি তিনি।

মাইকেলের মৃত্যুতে সিআইএ’র পক্ষ থেকে শোক প্রকাশ করে ওই মুখপাত্র বলেছেন, মাইকেল গ্লসের মৃত্যু গ্যালিনা ও তার পরিবারের পারিবারিক বিষয়, এর সঙ্গে জাতীয় নিরাপত্তা হুমকির কোনও সম্পর্ক নেই। গ্যালিনা ও তার স্বামী আমাদের জানিয়েছেন, মাইকেলকে তারা প্রচণ্ড ভালোবাসতেন। ছেলের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারছেন না। এই কঠিন সময়ে তারা কিছুটা নিজস্ব সময় চান।

সামাজিক যোগাযোগমাধ্যমে গত বছর একটি হাস্যোজ্জল ছবি দিয়েছিলেন মাইকেল। রাশিয়ার রেড স্কয়ার থেকে তোলা নিজের ওই ছবির সঙ্গে সংযুক্ত কয়েকটি বাক্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধকে একটি প্রক্সি যুদ্ধ হিসেবে উল্লেখ করে রাশিয়ার যুদ্ধ প্রচেষ্টার প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন তিনি।

পশ্চিমা সংবাদমাধ্যম সঠিকভাবে যুদ্ধের খবর প্রচার করছে না বলে অভিযোগ করেছিলেন তিনি। ওই পোস্টে মাইকেল লিখেছিলেন, পশ্চিমা সংবাদমাধ্যমের প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আসল খবর পাওয়া যাচ্ছে না। কেউ জানেও না, ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত সেনাবাহিনী প্রতাপশালী রুশ বাহিনীর ধারেকাছেও যোগ্যতা রাখে না।

ইম্পর্ট্যান্ট স্টোরিজ নামের একটি রুশ সংবাদমাধ্যম প্রথম মাইকেলে মৃত্যুর খবর প্রকাশ করে। তারা রাশিয়ার সরকারি তথ্য এবং গ্লসের সামাজিক মাধ্যম পোস্ট বিশ্লেষণ করে জানায়, রীতিমতো দেশের সীমানা পেরিয়ে এসে রুশ সেনাবাহিনীতে যোগ দেন মাইকেল।

অবশ্য গত বছর তার পরিবারের পক্ষ থেকে প্রকাশিত একটি শোকবার্তায় বলা হয়, তিনি পূর্ব ইউরোপে ভ্রমণের সময় মারা যান। সেখানে রাশিয়া বা ইউক্রেন যুদ্ধের বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

উল্লেখ্য, জুলিয়েন গ্যালিনা ২০২৪ সালে সিআইএ-তে ডিজিটাল ইনোভেশন বিভাগের ডেপুটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি প্রযুক্তি প্রতিষ্ঠান আইবিএমের নির্বাহী পদে এবং মার্কিন নৌবাহিনীর ক্রিপ্টোলজিক অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৩ সালে নৌ রিজার্ভ থেকে অবসর গ্রহণের আগে তিনি ইউএস নেভাল অ্যাকাডেমির ইতিহাসে প্রথম নারী ব্রিগেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।

/এসকে/
সম্পর্কিত
পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব: গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেফতার
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ
পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিয়েছেন বিশ্বনেতারাসহ হাজারো মানুষ
সর্বশেষ খবর
‘এটা আমাদের জন্য বড় লজ্জা’
‘এটা আমাদের জন্য বড় লজ্জা’
বনের জমিতে গড়ে ওঠা ৫৬ বাড়ি ও স্থাপনা উচ্ছেদ
বনের জমিতে গড়ে ওঠা ৫৬ বাড়ি ও স্থাপনা উচ্ছেদ
‘১৫ সমন্বয়কের সাক্ষাৎকার’ গ্রন্থের প্রকাশনা উৎসব
‘১৫ সমন্বয়কের সাক্ষাৎকার’ গ্রন্থের প্রকাশনা উৎসব
পিএসসি’র সংস্কারে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে নূরের সংহতি
পিএসসি’র সংস্কারে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে নূরের সংহতি
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
চাঁদের মাটির নমুনা ৬ দেশের হাতে তুলে দেবে চীন
চাঁদের মাটির নমুনা ৬ দেশের হাতে তুলে দেবে চীন
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ
ভুল তথ্যে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতিকে শোকজের অভিযোগ