সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত দেওয়ার অভিযোগ পরোক্ষভাবে স্বীকার করে নিলেন পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম স্কাই নিউজকে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পাকিস্তান সরকার পশ্চিমাদের কথামতো সন্ত্রাসবাদী দলকে সমর্থন দেওয়ার মতো ভুল একসময় করেছিল।
সাক্ষাৎকারের শুরুতে প্রশ্নকারী কাশ্মীর হামলার প্রেক্ষাপট সংক্ষেপে বর্ণনা করেন। ১৫ মিনিটের ওই সাক্ষাৎকারে মাঝের দিকে স্কাই নিউজের প্রতিনিধি জানতে চান, সন্ত্রাসবাদী গোষ্ঠীকে মদত ও প্রশিক্ষণ দেওয়ার এক দীর্ঘ ইতিহাস পাকিস্তানের রয়েছে। আপনি কি এই বক্তব্যকে সমর্থন করেন?
এই বক্তব্যকে পরোক্ষভাবে স্বীকার করে খাজা আসিফ বলেন, আমরা দীর্ঘ তিন দশক যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ পশ্চিমাদের হয়ে এসব নোংরা কাজ করেছি। তবে আমাদের সরকারের সেই ভুলের কারণেই এখনও এই অপবাদ বইতে হচ্ছে।
সন্ত্রাসবাদে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার মদত দেওয়ার ইতিহাস রয়েছে- এই অভিযোগে জবাবে আসিফ বলেন, পাকিস্তানকে দোষারোপ করা অনেক সহজ। এখনকার সন্ত্রাসীরা একসময় ওয়াশিংটনে দাওয়াত খেতে যেত। আমি মনে করি আমাদের সরকার সে সময় ভুল সিদ্ধান্ত নিয়েছিল।
তিনি দাবি করেন, সোভিয়েত-আফগান যুদ্ধ এবং ৯/১১-পরবর্তী তালেবানবিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রের পাশে না দাঁড়ালে পাকিস্তানের রেকর্ড নিষ্কলুষ থাকত।
উল্লেখ্য, সোভিয়েত-আফগান যুদ্ধকালে যুক্তরাষ্ট্রের হয়ে আফগান সীমান্ত দিয়ে সশস্ত্র জঙ্গিদের প্রশিক্ষণ ও সহায়তা দিয়েছিল পাকিস্তান।
কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় পাকিস্তান ও ভারতের পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই এই বিস্ফোরক মন্তব্য করেন খাজা আসিফ। মঙ্গলবারে সন্ত্রাসী হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
ওই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের এক গোষ্ঠী। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তাইয়্যেবার গোপন একটি শাখা হচ্ছে এই টিআরএফ।