X
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫
১২ বৈশাখ ১৪৩২

ইন্দোনেশিয়া: মুখ থুবড়ে পড়ছে ‘ফ্রি স্কুল মিল’ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক
২৫ এপ্রিল ২০২৫, ১১:১১আপডেট : ২৫ এপ্রিল ২০২৫, ১১:১১

ইন্দোনেশিয়ার আট কোটি স্কুলশিক্ষার্থীকে বিনামূল্যে খাদ্যসরবরাহের এক উচ্চাভিলাষী কর্মসূচি গ্রহণ করেছিল দেশটির সরকার। তবে বিভিন্ন জটিলতায় প্রকল্পটি মুখ থুবড়ে পড়ছে।

চলতি সপ্তাহে, কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে দুটি উচ্চবিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী। তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবশ্য তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।

সরকারি খাবার থেকে বিষক্রিয়ার সর্বশেষ ঘটনা ছিল এটি। ফলে, প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর বিশেষ নীতিটি দিনে দিনে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, খাবার তৈরি ও পরিবেশনায় অবহেলার কারণে এসব ঘটনা ঘটেছে। ইতোমধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পাশাপাশি, রান্না, প্যাকিং ও পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

বিশ্বের বিভিন্ন স্থানে ইতোমধ্যে প্রমাণিত হয়েছে যে, শিক্ষার্থীদের স্বাস্থ্য, উপস্থিতি ও শিক্ষাগত সাফল্য বৃদ্ধিতে ফ্রি মিল কর্মসূচি যথেষ্ট কার্যকর। কিন্তু ইন্দোনেশিয়ার ২৮ বিলিয়ন মার্কিন ডলারের এই কর্মসূচি উলটো শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। ফলে সরকারবিরোধী বিক্ষোভে আরেকটি উপাদান যুক্ত হয়েছে।

উল্লেখ্য, সরকারি উদ্যোগে আপাতত বৃহত্তম আর্থিক প্যাকেজটি ঘোষণা করেছে ইন্দোনেশিয়া।

২০২৩ সালের নির্বাচনি প্রচারণাকালে ফ্রি মিল কর্মসূচিটিকে অপুষ্টিজনিত রোগ, স্টান্টিং রোধের কৌশল হিসেবে তুলে ধরেছিলেন। দেশটিতে পাঁচ বছরের কম বয়সী প্রতি পাঁচটি শিশুর একটি এতে আক্রান্ত হয়।

সুবিয়ান্তো বলেছিলেন, এই কর্মসূচির মাধ্যমে শিশুরা ঠিকমতো বেড়ে উঠবে এবং সবক্ষেত্রে জয়ী হবে।

তবে এই কর্মসূচিটির উদ্দেশ্য সৎ মনে করলেও এর প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন উঠেছে। গত বছরের রাষ্ট্রীয় জরিপ অনুযায়ী,ইন্দোনেশিয়ায় এক শতাংশের কম পরিবার ২০২৪ সালে অন্তত একদিন অনাহারে ছিল।

সিঙ্গাপুরভিত্তিক আইএসইএএস ইনস্টিটিউটের অতিথি গবেষক মারিয়া মনিকা উইহারজা বলেছেন, জরুরি ভিত্তিতে বিনামূল্যের খাদ্য সরবরাহ করা প্রয়োজন- ধরনের কোনও প্রমাণ এখনও আমাদের হাতে নেই।

অবশ্য, আরও গুরুতর বিষয় নিয়ে উদ্বেগে পড়েছেন বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়াতে এর আগেও দেখা গেছে, বৃহৎ আকারের সরকারি উদ্যোগে ব্যাপক দুর্নীতি সংঘটিত হয়।

দেশটির অডিট বোর্ডের গবেষণা বিশ্লেষক মুহাম্মদ রাফি বাকরি বলেছেন, ফ্রি মিল কর্মসূচিটির বাজেট এতোই বেশি যে, সরকারি কর্মকর্তাদের জন্য সেটা সোনার ডিম পাড়া হাঁস হয়ে উঠতে পারে।

তথ্যসূত্র: বিবিসি

/এসকে/
সম্পর্কিত
পশ্চিমাদের হয়ে সন্ত্রাসবাদকে সমর্থন দিয়েছিল পাকিস্তান, প্রতিরক্ষামন্ত্রীর স্বীকারোক্তি
পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মানুষের দীর্ঘ অপেক্ষা
কাশ্মীরের হামলাকে ‘ভারতের সাজানো’ বলছে পাকিস্তান
সর্বশেষ খবর
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আগুন জ্বালিয়ে ফিরলেন আরিফিন শুভ
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
আদালতে কান্নায় ভেঙে পড়লেন পারভেজ হত্যা মামলার প্রধান আসামি
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
‘আমার দেশ’ পত্রিকার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
ছিনতাইকারীর ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত
সর্বাধিক পঠিত
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
সাবেক রাষ্ট্রপতি হামিদের জামাতাকে অবসরে পাঠালো সরকার
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
ডা. জাহাঙ্গীর কবির-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
নতুন দলের নাম ইস্যুতে ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ
ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
ফেনীতে মামুনুল হকইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে প্রধান উপদেষ্টাকেও ডাস্টবিনে ছুড়তে দেরি হবে না
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা 
রেমিট্যান্সের টাকায় দেনা শোধ, প্রবাসীদের কৃতজ্ঞতা জানালেন প্রধান উপদেষ্টা