চীনা পণ্য আমদানিতে যুক্তরাষ্ট্রের ২৪৫ শতাংশ শুল্ক আরোপ নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বলেছেন, হোয়াইট হাউজের এই পদক্ষেপ কোনও অর্থনৈতিক যুক্তি দিয়েই ব্যাখ্যা করা সম্ভব নয়। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
১৫ এপ্রিল হোয়াইট হাউজ তাদের ওয়েবসাইটে সেকশন ২৩২ তদন্ত সংক্রান্ত একটি ফ্যাক্ট শিট প্রকাশ করে জানায়, পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবে চীনকে আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্কের মুখে পড়তে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে চীনা মুখপাত্র বলেন, চীন আগেই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে—যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক আরোপ এখন একটি সংখ্যার খেলা মাত্র, যার অর্থনৈতিক বাস্তবতায় খুব একটা প্রভাব নেই। বরং এটি শুধু প্রমাণ করে, কীভাবে যুক্তরাষ্ট্র শুল্ককে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে অন্যদের ভয় দেখায় ও চাপে রাখে।
তিনি আরও বলেন, চীন এমন যুদ্ধ চায় না, কিন্তু ভয়ও পায় না। শুল্ক প্রয়োগ এবং বাণিজ্য যুদ্ধের কোনও বিজয়ী থাকে না।
চীনা মুখপাত্র হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি যুক্তরাষ্ট্র এই খেলা চালিয়ে যায়, তবে সেটি উপেক্ষা করা হবে। কিন্তু যদি চীনের স্বার্থে প্রকৃত ক্ষতি করা হয়, তাহলে চীনও পাল্টা কঠোর ব্যবস্থা নেবে এবং শেষপর্যন্ত নিজেদের অবস্থানে অটল থাকবে।