X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

বিশ্বের বৃহত্তম জলকেলি উৎসবের মাধ্যমে থাইল্যান্ডে চলছে বর্ষবরণ

আন্তর্জাতিক ডেস্ক
১৪ এপ্রিল ২০২৫, ১৬:২১আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, ১৬:২১

মহাসমারোহে নিজস্ব সংস্কৃতির বর্ষবরণ পালন করছে থাইল্যান্ড। প্রতি বছর ১৩ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত পালন করা হয় থাই বর্ষবরণ সংক্রান। এইসময় দেশটি পরিণত হয় জল খেলা আর আন্দন্দ-উল্লাসের এক ভূখণ্ডে। এই উৎসবের অন্তর্ভুক্তিমূলক পরিবেশ, অনন্যতা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে ২০২৪ সালে ইউনেস্কো সংক্রান উৎসবকে বিশ্বের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে।

সাংস্কৃতিকভাবে সংক্রান উৎসব মূলত ১৩ এপ্রিল হলেও, সরকারিভাবে এটি তিন দিন পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পাতায়ার মতো কিছু পর্যটক জনপ্রিয় স্থানের ১০ দিন পর্যন্তও এর রেশ উপভোগ করা যায়।

সংস্কৃত থেকে আগত সংক্রান শব্দের অর্থ সামনে এগিয়ে যাওয়া। অনেক গবেষক মনে করেন, ইউনেস্কো স্বীকৃত এই উৎসবের উৎপত্তি প্রাচীন উৎসব মকর সংক্রান্তি থেকে, যা পরে খেমার সাম্রাজ্যের মাধ্যমে থাইল্যান্ডে আসে। আর আজকের সংক্রান মানেই হলো নতুন সূচনা। পুরোনো বছরের ক্লান্তি ও অশুদ্ধতা ধুয়ে ফেলার আনুষ্ঠানিকতা করা হয় জলখেলার মাধ্যমে।

পানি নিয়ে খেলছে এক শিশু। ছবি: রয়টার্স

থাই নববর্ষ এবং ধান কাটার মৌসুম শেষ হওয়ার সঙ্গে যুক্ত এই উৎসবের মূল উদ্দেশ্য শুদ্ধি অর্জন, বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো এবং নবজাগরণের অনুভূতি সৃষ্টি করা। তবে ভ্রমণপিপাসুদের কাছে এটি সবচেয়ে বেশি পরিচিত দেশব্যাপী পানি ছিটানোর উৎসব হিসেবে।

জনপ্রিয় টিভি সিরিজ দ্য হোয়াইট লোটাসে সংক্রান উৎসবের একটি দৃশ্য সংযুক্ত করা হয়। পর্বটিতে দেখা যায়, উৎসব সম্পর্কে অবগত না থাকা তিন পর্যটককে হাস্যোজ্জল ছেলে-বুড়োর দল পানি ছোঁড়ার খেলনা বন্দুক দিয়ে পুরো ভিজিয়ে চুপচুপে করে ফেলে। বাস্তবতা অনেকটা কাছাকাছিই।

এদিক সবাই পানি ছিটানো খেলনা বন্দুক নিয়ে থাইল্যান্ডের রাস্তায় নেমে পড়েন। ছবি: রয়টার্স

থাইল্যান্ড পর্যটন কর্তৃপক্ষের পরিচালক ওরাপা আংখাসিরিসাপ বলেন, এই উৎসবের সবচেয়ে বিখ্যাত অংশ হলো ব্যাপক পানিযুদ্ধ। সকল বয়সের মানুষ রাস্তায় নেমে আসে জলভর্তি খেলনা বন্দুক ও বালতি হাতে।

উৎসব চলাকালে, সুগন্ধিযুক্ত পানি দিয়ে বুদ্ধের মূর্তি ধুইয়ে দেওয়া হয় পবিত্রতার নিদর্শন হিসেবে। বয়োজ্যেষ্ঠদের হাতে পানি ঢেলে তাদের আশীর্বাদ গ্রহণ করা, পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে জল খেলা এবং মন্দিরে দান করাও প্রচলিত রীতি। থাইল্যান্ড ভিত্তিক পর্যটন সংস্থা ট্রপিক্যাল ভ্যাকেশনের  বিপণন ব্যবস্থাপক খারিত্থাকর্ন সাকুলসুপাপং বলেন, থাইল্যান্ডের অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্ম পালন করে। তাই সংক্রান উৎসবেরও আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে।

ব্যাংককের কোনও এক রাস্তায়। ছবি: রয়টার্স

সংক্রান থাইল্যান্ডের সংস্কৃতির সঙ্গে জড়িত হলেও একেক অঞ্চলের উৎসব রীতিতে পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন আংখারিসিসাপ। শহর আর নগরাঞ্চলের উৎসবে স্বাভাবিকভাবেই শহুরে ছাপ রয়েছে। আবার সংখলা ও সুরাত থানির মতো সৈকতপাড়ের লোকালয়ের উৎসব অনেকটাই শান্ত প্রকৃতির। ফ্রায়ে, লামফুন এবং উবুন রাতচাথানি এলাকায় নিজস্ব শোভাযাত্রার মাধ্যমে সংক্রান পালিত হয়।

তবে পুরো দেশেই উৎসবের ছোঁয়া আর আন্তরিকতার কোনও কমতি নেই। আংখারিসিসাপ বলেছেন, থাইল্যান্ডের যেখানেই যাবেন, উষ্ণ এবং আন্তরিক পরিবেশ একদম নিশ্চিত। সংক্রানের মতো উৎসব আপনি সচরাচর দেখবেন না।

তথ্যসূত্র: বিবিসি

/এসকে/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত