চীনের উপ প্রধানমন্ত্রী হ্য লিফেং এবং মার্কিন থিংক ট্যাংক ব্রুকিংস ইনস্টিটিউশনের চেয়ারম্যান এমিরিটাস জন থর্নটনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) বেইজিংয়ে আয়োজিত এ বৈঠকে দুদেশের অর্থনৈতিক সম্পর্ক এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন তারা। চীনা সংবাদমাধ্যম সিএমজি এ খবর জানিয়েছে।
হ্য লিফেং বলেছেন, চীন একটি সুসংহত জাতীয় বাজার গড়ে তোলায় জোর দিচ্ছে। পাশাপাশি, নতুন ও মানসম্পন্ন উৎপাদনশীল শক্তি বিকাশের গতি বৃদ্ধি করেছে।
তিনি আরও বলেন, সামগ্রিক সংস্কার প্রক্রিয়াকে জোরদারকরণ, উচ্চ স্তরের উন্মুক্তকরণ সম্প্রসারণ এবং উচ্চমানের উন্নয়নের মাধ্যমে বাহ্যিক পরিবেশের অনিশ্চয়তা মোকাবিলা করছে চীন।
দ্বিপাক্ষিক বৈঠক শেষে জন থর্নটন বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে নিজের দিক থেকে যথাসাধ্য চেষ্টা জারি রাখার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।