কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন আত্মঘাতী ড্রোন উদ্ভাবন করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে, এসব ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার পর্যবেক্ষণ করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
কেসিএনএ জানিয়েছে, গোয়েন্দা ড্রোনের উন্নততর সংস্করণ যাচাই করে দেখেছেন কিম। নতুন ধরনের ড্রোনগুলো স্থল ও সমুদ্রে শত্রুপক্ষের উপস্থিতির পাশাপাশি কৌশলগত লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম।
সামরিক বাহিনীর প্রকাশ করা ছবিতে দেখা গেছে, সাঁজোয়া যান সদৃশ বস্তুর কাছে গিয়ে বিস্ফোরিত হচ্ছে মনুষ্যবিহীন একটি বাহন। এই প্রযুক্তির পরীক্ষামূলক পরিচালনা পর্যবেক্ষণ করছেন কিম। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখে যায়, টারম্যাকে একটি মনুষ্যবিহীন গোয়েন্দা বাহন দাঁড়িয়ে আছে যা দেখতে অনেকটা মার্কিন বিমানবাহিনীর ইউএস আরকিউ ফোর গ্লোবাল হকের মতো দেখতে।
কিমকে উদ্ধৃত করে কেসিএনএ জানিয়েছে, সশস্ত্র বাহিনীকে আধুনিক করে তুলতে মনুষ্যবিহীন বাহন ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত।
এদিকে, এবারই প্রথম একটি আকাশ ভিত্তিক সতর্কীকরণ উড়োজাহাজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে পিয়ংইয়ং। এতে দেশটির পুরোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধি পেতে পারে।
এছাড়া, নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ, বৈদ্যুতিক সংযোগ বিঘ্নিত করা এবং হামলা ব্যবস্থার উন্নততর প্রযুক্তিও কিম পর্যবেক্ষণ করেছেন বলে জানিয়েছে কেসিএনএ।
উল্লেখ্য, উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম উন্নীতকরণ নিয়ে উদ্বেগে রয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এদিকে, রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধেও পিয়ংইয়ংয়ের সেনা মোতায়েন করা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। পশ্চিমাদের আশঙ্কা, অভিজ্ঞতা অর্জন করে সেনাবাহিনীকে শক্তিশালী করে তোলার উদ্দেশেই ইউক্রেনে যুদ্ধ করছে উত্তর কোরিয়া।