X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের জন্য প্রার্থনা করতে গির্জায় ছুটে যান পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৫, ২১:২৫আপডেট : ২৩ মার্চ ২০২৫, ২১:২৭

সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালে ডোনাল্ড ট্রাম্পকে হত্যাচেষ্টা করা হয়। সে সময় তার প্রাণরক্ষার জন্য প্রার্থনা করতে গির্জায় ছুটে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২১ মার্চ) এক পডকাস্টে এসব কথা বলেছেন ট্রাম্প প্রশাসনের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। মার্কিন সংবাদমাধ্যম দ্য পলিটিকো এ খবর জানিয়েছে।

ফক্স নিউজের সাবেক কর্মী টাকার কার্লসনের পডকাস্টে উইটকফ বলেছেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির শর্তগুলোর দফারফা করতে সম্প্রতি দ্বিতীয়বারের মতো মস্কো গিয়েছিলেন তিনি। আলোচনার এক পর্যায়ে উঠে আসে গত গ্রীষ্মে প্রচারণা চলাকালে ট্রাম্পকে হত্যাচেষ্টার প্রসঙ্গ।

উইটকফ বলেছেন, ট্রাম্পের গুলিবিদ্ধ হওয়ার খবর শুনেই স্থানীয় গির্জায় ছুটে যান পুতিন। দায়িত্বরত পাদ্রির সঙ্গে সাক্ষাৎ করে ট্রাম্পের সুস্থতার জন্য প্রার্থনা করেন রুশ প্রেসিডেন্ট।

ট্রাম্পের সঙ্গে পুতিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলে মন্তব্য করেছেন উইটকফ। এ জন্যই বন্ধুর প্রাণভয়ে প্রার্থনা করতে ছুটে যান তিনি। 
পডকাস্টে উইটকফ আরও বলেছেন, পুতিনের এই প্রতিক্রিয়া জানার পর আবেগপ্রবণ হয়ে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত বছর জুলাই মাসে পেনসিলভিনিয়া অঙ্গরাজ্যের বাটলার শহরে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদানকালে গুলিবিদ্ধ হন ট্রাম্প। সে সময় এই হত্যাচেষ্টার জন্য ট্রাম্পের রাজনৈতিক প্রতিপক্ষের দিকে অভিযোগের তীর ছোঁড়েন ক্রেমলিনের এক মুখপাত্র।

উইটকফ আরও বলেছেন, এক বিখ্যাত রুশ চিত্রশিল্পীকে দিয়ে ট্রাম্পের একটি পোর্ট্রেট বানিয়েছেন পুতিন। সেটি মার্কিন প্রেসিডেন্টকে উপহার দেওয়া হয়েছে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্টও পুতিনের গুণমুগ্ধ। বিভিন্ন সময় রুশ প্রেসিডেন্টকে 'প্রতিভাবান', 'দক্ষ নেতা' ইত্যাদি বিশেষণে অভিহিত করেছেন ট্রাম্প। সমালোচকরা পুতিনের প্রতি ট্রাম্পের এই নমনীয়তায় বিরক্ত হলেও সেসবের থোড়াই কেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।   

চলতি সপ্তাহে তাদের মধ্যে ফোনে প্রায় দুঘণ্টার এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন বন্ধ নিয়ে আলোচনা হয়েছে দু নেতার মধ্যে। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।

/এসকে/
সম্পর্কিত
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
স্বর্ণের বার গিলে ফেলে হাসপাতালে চীনা শিশু
ইস্টারের যুদ্ধবিরতি লঙ্ঘন, পাল্টাপাল্টি দোষারোপ রাশিয়া ও ইউক্রেনের
সর্বশেষ খবর
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
বিশ্বকাপ বাছাইয়ের সেরা একাদশে দুই বাংলাদেশি
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
হার্ভার্ডকে দেওয়া ট্রাম্প প্রশাসনের ‘অনুমোদনহীন’ চিঠি নিয়ে বিতর্ক
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
যশোরে দুপুরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান, সন্ধ্যায় ঝটিকা মিছিল
‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি টাকা, ৭০০ কোটিতে নামানো সম্ভব’
‘৫ বছরে স্থানীয় সরকার নির্বাচনে খরচ ২৩০০ কোটি টাকা, ৭০০ কোটিতে নামানো সম্ভব’
সর্বাধিক পঠিত
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
যেসব পদক্ষেপে ঘুরে দাঁড়ালো রিজার্ভ
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ