কানাডা ও মেক্সিকোর আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ মার্কিন শুল্ক মঙ্গলবার (৪ মার্চ) থেকে কার্যকর হতে চলেছে। একইসঙ্গে চীনা পণ্যের ওপর আমদানি শুল্ক দ্বিগুণ করে ২০ শতাংশ করা হয়েছে। এরমধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে নিজেদের শীর্ষ তিন বাণিজ্য অংশীদারের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়লো ওয়াশিংটন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
স্থানীয় সময় রাত ১২ টা ১ মিনিট থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। এর কয়েক ঘণ্টা আগে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ফেন্টানিল ও এর সদৃশ ক্ষতিকর দ্রব্যের প্রবাহ ঠেকাতে ব্যর্থ হয়েছে ওই তিন দেশ। ট্রাম্পের এই পদক্ষেপের কারণে দ্বিপাক্ষিক মার্কিন বাণিজ্যে দুই দশমিক দুই ট্রিলিয়ন ডলার ঘাটতি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।
মার্কিন পদক্ষেপের জবাবে প্রায় তাৎক্ষণিকভাবে মার্কিন আমদানি পণ্যের ওপর ১০ থেকে ১৫ শতাংশ শুল্ক আরোপ ও একাধিক মার্কিন প্রতিষ্ঠানের ওপর বাণিজ্য বিধিনিষেধ ঘোষণা করেছে চীন। তাদের সিদ্ধান্ত মার্চের ১০ তারিখ থেকে কার্যকর হবে। বেইজিংয়ের পক্ষ থেকে পরে জানানো হয়, বিশ্ব বাণিজ্য সংস্থায় তারা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
যুক্তরাষ্ট্রে প্রায় শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা উপভোগ করা কানাডা ও মেক্সিকোর পক্ষ থেকেও ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে তাৎক্ষনিক প্রতিক্রিয়া জানানো হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রায় ২১ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের আমদানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে অটোয়া। আগামী ২১ দিনের মধ্যে ট্রাম্পের শুল্ক প্রত্যাহার করা না হলে আরও ৮২ বিলিয়ন মার্কিন ডলার অর্থমূল্যের পণ্যের ওপর শুল্ক আরোপ করা হবে।
ট্রাম্পের প্রথম মেয়াদে কানাডা,মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তির লঙ্ঘন হচ্ছে অভিযোগ করে ট্রুডো বলেছেন, এসব শুল্ক আরোপের ফলে সফল বাণিজ্য সম্পর্ক কেবল ক্ষতিগ্রস্তই হবে।
মেক্সিকোর অর্থমন্ত্রণালয় জানিয়েছেন, শিগগিরই ট্রাম্পের শুল্কের বিষয়ে নিজেদের অবস্থান জানাতে যাচ্ছেন প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবম।
ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন। সংস্থাটির নির্বাহী কমিশন বলেছে, মার্কিন সিদ্ধান্তে তারা গভীরভাবে উদ্বিগ্ন, কারণ এতে বিশ্ব বাণিজ্য মারাত্মভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে।
ইউরোপীয় পণ্যের ওপরও শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প।