X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিম তীরে ২ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:১২

অধিকৃত পশ্চিম তীরে দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কোনও পূর্বসতর্কতা ছাড়াই অকস্মাৎ গুলিতে ওই দুই শিশু নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১২ বছর বয়সী শিশু আয়মান নাসের আল-হায়মৌনিকে হেবরনে হত্যা করা হয়। আরেক শিশু, ১৩ বছর বয়সী রিমাস আল-আমৌরি জেনিন এলাকায় নিহত হয়েছে। 
হেবরনের দক্ষিণভাগে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়ে গুলিবিদ্ধ হয় আল-হায়মৌনি। তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।

শিশু অধিকার বিষয়ক আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন (ডিসিআইপি) জানিয়েছে, শুক্রবার নিজ বাড়ির আঙিনায় ইসরায়েলি বাহিনীর ছোঁড়া গুলিতে বিদ্ধ হয় আল-আমৌরি। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিসিআইপির কর্মকর্তা আয়েদ আবু একতাইশ বলেছেন, কোনও পূর্ব সতর্কতা ছাড়াই আর্মাড কারের নিরাপত্তার আড়াল থেকে ওই দুই শিশুকে পেছন থেকে গুলি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। গত কয়েক সপ্তাহ ধরেই পশ্চিম তীর জুড়ে ব্যাপক অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে, গতকাল গভীর রাতেও তারা নাবলুস, তুলকারেম, জেনিনেও হামলা চালিয়েছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ২১ জানুয়ারি থেকে শুরু করে ইতোমধ্যে পশ্চিম তীরে চালানো অভিযানে অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের এক প্রতিবেদন অনুযায়ী, তাদের অভিযানে ফিলিস্তিনিদের পানি ও পয়ঃনিষ্কাশন অবকাঠামোতে ভয়াবহ ক্ষতিসাধন হয়েছে।

জাতিসংঘের ওই প্রতিবেদনে গত সোমবার পর্যন্ত তথ্য হালনাগাদ করা হয়েছে। এরপর ওই দুই শিশুসহ একাধিক মানুষ নিহত হয়েছেন।

সর্বশেষ প্রতিবেদনে মানবাধিকার কার্যালয় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেটেলারদের ৩৪টির বেশি নৃশংসতার প্রমাণ উপস্থাপন করেছে। 

/এসকে/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত