X
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
১৩ বৈশাখ ১৪৩২

গাজা পুনর্গঠনে প্রয়োজন ৫০ বিলিয়ন ডলার: যৌথ বিবৃতিতে বিশ্ব ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:১২

প্রায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজা পুনর্গঠন করতে প্রয়োজন হতে পারে ৫০ বিলিয়ন অথবা পাঁচ হাজার কোটি মার্কিন ডলার। বিশ্বব্যাংক, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) যৌথভাবে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলে হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দ্য ইন্টেরিম র‍্যাপিড ড্যামেজ অ্যান্ড নিডস অ্যাসেসমেন্ট বা আইআরডিএনএ নামের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গাজা পুনরুদ্ধার ও পুনর্গঠনে আগামী ১০ বছরে পাঁচ হাজার ৩২০ কোটি মার্কিন ডলারের বেশি প্রয়োজন হতে পারে। প্রথম তিন বছরেই প্রায় ব্যয় হতে পারে দু হাজার কোটি ডলার।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অনুপ্রবেশ করে হামাসের হামলার প্রতিক্রিয়ার গাজার সামরিক আগ্রাসন শুরু করে ইসরায়েল। তাদের দাবি অনুযায়ী, হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত এবং ২৫০ জন জিম্মি হয়েছিলেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হামাসকে নিশ্চিহ্ন করার অভিযানে নামে তেল আবিব। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।

বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একে আবার বাসযোগ্য করার জন্য পুনর্গঠনের পাশাপাশি অবিস্ফোরিত বোমা অপসারণের কাজও করতে হবে।

গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে নাজুক একটি যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কিছুদিন পরই প্রতিবেদনটি প্রকাশিত হলো। এতে বলা হয়েছে, বিশাল পরিসরে পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম পরিচালনার কিছু পূর্বশর্ত এখনও নিশ্চিত করা হয়নি। যেমন উপত্যকার শাসন ব্যবস্থা ও আঞ্চলিক নিরাপত্তার বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা এখনও দূরীভূত হয়নি। পুনর্গঠনের গতি ও ব্যাপ্তি এ বিষয়গুলোর ওপর যথেষ্ট নির্ভরশীল হবে বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনে।

আইআরডিএনএ বলেছে, প্রায় দু লাখ ৯২ হাজার বাড়ি বিধ্বস্ত এবং ৯৫ শতাংশের বেশি হাসপাতাল অকার্যকর অবস্থায় পড়ে রয়েছে। আর স্থানীয় অর্থনীতি প্রায় ৮৩ শতাংশ সংকুচিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য পুনর্গঠন ব্যয়ের প্রায় ৬০ শতাংশই প্রয়োজন হবে আবাসিক ভবনসহ বিভিন্ন অবকাঠামো পুনর্গঠনে। আর বাকিটুকু স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য ও শিল্পসহ সামাজিক ও অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টায় ব্যয় করা হবে।

/এসকে/
সম্পর্কিত
ইরানের বন্দরে ‘ভয়াবহ’ বিস্ফোরণে নিহত ৪, আহত শতাধিক
পেহেলগাম সন্ত্রাসী হামলার প্রভাব: গুজরাটে ১০২৪ বাংলাদেশি গ্রেফতার
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার আগে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাৎ
সর্বশেষ খবর
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার
নারীর ফাঁদে পড়ে বেকায়দায় সরকারি কর্মকর্তা, গ্রেফতার ৪
নারীর ফাঁদে পড়ে বেকায়দায় সরকারি কর্মকর্তা, গ্রেফতার ৪
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
বুলগেরিয়ার উৎসবে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য
‘কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন সম্ভব’
‘কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়ন হলে পরিবর্তন সম্ভব’
সর্বাধিক পঠিত
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
ড. ইউনূসের বিরুদ্ধে কড়া কথা বললে অনেকের নাকি কষ্ট লাগে: মামুনুল হক
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
মেলার প্যান্ডেল ভেঙে গুঁড়িয়ে দিয়ে আগুন দিলো বিক্ষুব্ধ জনতা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ঢিল ছুড়েছে দুর্বৃত্তরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
কর্মচারীদের সমান উৎসব ভাতা পেতে যাচ্ছেন বেসরকারি শিক্ষকরা
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন
উ. কোরিয়ায় ৫ হাজার টনের অত্যাধুনিক যুদ্ধজাহাজ উদ্বোধন