X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে ১৩ শান্তিরক্ষী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ১৩:৪৫

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে ‘এম ২৩’ বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর ১৩ সদস্য নিহত হয়েছেন। শনিবার (২৫জানুয়ারি) জাতিসংঘের কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

দক্ষিণ আফ্রিকার সেনাবাহিনীর জানিয়েছে, গোমা শহরে বিদ্রোহীদের ঠেকাতে গিয়ে তাদের নয় সেনা নিহত হয়েছেন। এছাড়া সংঘর্ষে মালাউইর তিন ও উরুগুয়ের এক সেনা প্রাণ হারিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো জানিয়েছেন, চলমান সংঘাত নিরসনে কঙ্গো ও রুয়ান্ডার নেতাদের সঙ্গে কথা বলেছেন তিনি।

গোমা শহরে প্রায় ১০ লাখ মানুষের বাস। সেখানে ইদানীং সংঘাতের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় সেখান থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া অন্য কর্মীদের সরিয়ে নিতে শুরু করেছে জাতিসংঘ। পাশাপাশি, সংঘর্ষের অবসান ঘটানোর উদ্দেশ্যে সোমবার একটা বৈঠকের পরিকল্পনা থাকলেও সেটা একদিন এগিয়ে আনা হয়েছে।

রক্তপাত এড়াতে গোমায় অবস্থানরত কঙ্গোলিজ সেনাদের আত্মসমর্পণ করতে বলেছিল এম ২৩ গোষ্ঠী।

এদিকে, গত বৃহস্পতিবার ফ্রন্টলাইন পরিদর্শনের সময় এম ২৩ এর হামলায় এক কঙ্গোলিজ সেনা গভর্নর নিহত হন। তারপরই বিদ্রোহীদের মদদ দেওয়ার অভিযোগে প্রতিবেশি দেশ রুয়ান্ডার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে কঙ্গো।

ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এম ২৩ গোষ্ঠীকে সংযত হতে বলেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস। গোষ্ঠীটিকে সমর্থন দেওয়া থেকে বিরত থাকতে রুয়ান্ডার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

চলতি বছরের শুরু থেকেই কঙ্গোর সেনাবাহিনী ও এম ২৩ গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘাত চলছে। বিদ্রোহীদের হাতে আগের চেয়ে বেশি এলাকার দখল চলে গেছে। জাতিসংঘের তথ্য অনুসারে, সংঘর্ষের কারণে চলতি বছরেই চার লাখের বেশি মানুষ ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

স্থানীয় নেতারা জানিয়েছেন, এম ২৩ গোষ্ঠীর অধিকৃত এলাকায় শুধু গেল সপ্তাহেই দুই শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। গোমার হাসপাতালগুলো সংঘর্ষে আহত কয়েশ মানুষের চিকিৎসা করে যাচ্ছে।

২০১২ সালে এম২৩ বিদ্রোহী দলটি কঙ্গোর তুতসি জনগোষ্ঠীর সুরক্ষার জন্য গঠিত হয়েছিল। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠী নিপীড়ন ও বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ করে আসছে।

তবে সমালোচকদের ধারণা, এই বিদ্রোহীদের ব্যবহার করে পূর্ব কঙ্গোর খনিজ সম্পদ, যেমন সোনা, কোবাল্ট ও ট্যান্টালাম লুট করছে রুয়ান্ডা।

/এসকে/
সম্পর্কিত
স্কুল শেষে শিশুদের ক্যাম্পে গাড়ি ঢুকে নিহত ৪
নিরাপত্তা বিবেচনায় কাশ্মীরের অর্ধেকের বেশি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
ইসরায়েলের গোয়েন্দা সংস্থার প্রধানের পদত্যাগের ঘোষণা
সর্বশেষ খবর
চমেক শিক্ষার্থী আবিদ হত্যা মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
চমেক শিক্ষার্থী আবিদ হত্যা মামলার ১২ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ
পিএসসিকে চাপ প্রয়োগের অভিযোগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিতপিএসসিকে চাপ প্রয়োগের অভিযোগ প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
অফিস আদেশে গায়েব ৩০ জনের নাম, ‘সুপারিশের ফল’ ভাবছেন ছাত্রদের একাংশ
জাবিতে জুলাই হামলাঅফিস আদেশে গায়েব ৩০ জনের নাম, ‘সুপারিশের ফল’ ভাবছেন ছাত্রদের একাংশ
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা
ক্ষতিকর রঙ মিশিয়ে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে জরিমানা
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
ধর্ষণের অভিযোগে ইমামকে গণপিটুনি, কারাগারে মৃত্যু
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন