X
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

নির্বাচন নয়, মিয়ানমারে দরকার শান্তি: আসিয়ান

আন্তর্জাতিক ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৫, ১৮:১০আপডেট : ১৯ জানুয়ারি ২০২৫, ১৮:১০

মিয়ানমারে এখন জাতীয় নির্বাচনের চেয়ে শান্তি প্রতিষ্ঠা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করে দক্ষিণ পূর্ব এশীয় দেশের সংগঠন আসিয়ান। গৃহযুদ্ধে জর্জরিত দেশে নির্বাচন আয়োজনের বদলে সহিংসতা নিরসনে অবিলম্বে আলোচনা শুরু করতে রবিবার (১৯ জানুয়ারি) জান্তা সরকারকে পরামর্শ দিয়েছে তারা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

চলতি বছর আসিয়ানের সভাপতির দায়িত্ব পেয়েছে মালয়েশিয়া। এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান জানিয়েছেন,  মিয়ানমারের আকাঙ্ক্ষা জানতে আগ্রহী মালয়েশিয়া। আমরা বলেছি, নির্বাচনে এখন অগ্রাধিকার দেওয়া উচিত নয়। বরং প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যুদ্ধবিরতি।

২০২১ সালে তৎকালীন নির্বাচিত অং-সান সুচির সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তখন থেকেই দেশটিতে গণতন্ত্রপন্থি ও বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে সরকার। গত কয়েকমাস ধরে বিদ্রোহীদের মধ্যে জোট গঠনের ফলে দেশের বিশাল অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে জান্তা সরকার।

বিভিন্ন ফ্রন্টের যুদ্ধ ও প্রায় বিধ্বস্ত অর্থনীতি নিয়ে এমনিতেই টালমাটাল অবস্থায় আছে সরকার। দেশের রাজনৈতিক অঙ্গণে কয়েক ডজন দলকে করা হয়েছে নিষিদ্ধ। এরমধ্যেই চলতি বছর নির্বাচন আয়োজন করার পরিকল্পনা করছে জান্তা। এই সিদ্ধান্তের সমালোচনা করে বিশ্লেষকরা বলেছেন, সামরিক কর্মকর্তাদের ক্ষমতায় রাখার জন্য এটি একটি জালিয়াতি ছাড়া আর কিছু নয়।

হাসান আরও বলেছেন, মিয়ানমারে যুদ্ধরত সব পক্ষকে হানাহানি থামানোর আহ্বান জানাচ্ছে আসিয়ান। পাশাপাশি ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য জান্তা প্রতিনিধির কাছেও অনুরোধ করা হয়।

মিয়ানমার সংকট মোকাবিলায় বিশেষ দূত হিসেবে সাবেক কূটনীতিবিদ ওথমান হাশিমকে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। জাতিসংঘ জানিয়েছে, মিয়ানমারে মানবিক সহায়তার প্রয়োজনীয়তা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সেখানকার প্রায় দু কোটি মানুষ এখন ত্রাণ সহায়তার ওপর নির্ভরশীল।

/এসকে/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বন্ধের অভিযোগবিশ্ব আদালতের শুনানিতে অংশ নেয়নি ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে ইউক্রেনের জবাবের অপেক্ষায় রাশিয়া
মিয়ানমারে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের মানবিক সহায়তায় নিয়োজিত চিকিৎসক দলকে সংবর্ধনা
সর্বশেষ খবর
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
সরকার দীপ্ত টিভির সংবাদ কার্যক্রম বন্ধ করেনি: তথ্য উপদেষ্টা
টাঙ্গাইল কটন মিলের জমি বিক্রির সিদ্ধান্ত
টাঙ্গাইল কটন মিলের জমি বিক্রির সিদ্ধান্ত
আরও ১০০ রান করতে চায় বাংলাদেশ
আরও ১০০ রান করতে চায় বাংলাদেশ
সর্বাধিক পঠিত
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
মানবিক করিডোরের জন্য যেসব শর্ত দিয়েছে সরকার
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
দুটি বিশ্ব রেকর্ড ভাঙলেন ১৪ বছরের বৈভব
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
পর্যটককে মারধর করে ২৪ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেলেন বিএনপি নেতারা
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!