X
রবিবার, ২০ এপ্রিল ২০২৫
৭ বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্র, জাপান ও ফিলিপাইনের মধ্যে সহযোগিতা বৃদ্ধির অঙ্গীকার 

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ১৪:৩৭

এশিয়ার জলসীমায় ক্রমবর্ধমান অস্থিরতা মোকাবিলায় ত্রিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার অঙ্গীকার করেছে জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্র। সোমবার (১৩ জানুয়ারি) জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্ডিন্যান্ড মার্কোস জুনিয়র ও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক ভার্চুয়াল বৈঠকে এসব কথা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কোসের কার্যালয় থেকে জানানো হয়, অর্থনৈতিক, সামুদ্রিক ও প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি ও সুসংহত করার বিষয়ে একমত হয়েছেন তিন নেতা।

এর আগে গত এপ্রিলে, আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ওয়াশিংটনে এক বৈঠকে মিলিত হয়েছিলেন এই তিন দেশের নেতা।

ম্যানিলা থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ত্রিপাক্ষিক অংশীদারিত্ব অব্যাহত রাখার গুরুত্ব বুঝতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন বাইডেন।

মার্কোস বলেছেন, জাপান, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে বলে তিনি বিশ্বাস করেন।

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের বিপদজনক ও বেআইনি কার্যকলাপ নিয়ে আলোচনা করেছেন তিন নেতা। চীনের আগ্রাসী মনোভাবে সামনে অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক নিশ্চিত করতে তাদের ত্রিপাক্ষিক সম্পর্ক বজায় রাখার গুরুত্ব নিয়ে একমত প্রকাশ করেছেন তারা।

চীনের নাম উল্লেখ না করে জাপানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে বলপ্রয়োগে স্বার্থসিদ্ধির তীব্র নিন্দা জানিয়েছেন বৈঠকে অংশগ্রহণকারী নেতারা।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পৃথকভাবে দ্বিপাক্ষিক সামরিক চুক্তি রয়েছে জাপান ও ফিলিপাইনের। পূর্ব চীন সাগরে জাপান ও দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের জলসীমার অধিকার নিয়ে বেইজিংয়ের সঙ্গে আঞ্চলিক দ্বন্দ্ব রয়েছে। 

/এসকে/
সম্পর্কিত
ক্ষুব্ধ সমুদ্রকে শান্ত করতে ইন্দোনেশীয় নারীর বৃক্ষরোপণ
বিশ্বায়নের পথে কোমর বেঁধে নেমেছে চীন
বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি
সর্বশেষ খবর
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
মুক্তিযোদ্ধা সংসদের জায়গায় আ.লীগ অফিস করেন সাবেক এমপি বাহার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
ভবেশ চন্দ্রের মৃত্যু নিয়ে ভারতীয় মিডিয়ার সংবাদ বিব্রতকর: পুলিশ সুপার
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
চট্টগ্রামে খাল-নালায় ১৫ জনের মৃত্যু, তবু উদাসীন সিটি করপোরেশন ও সিডিএ
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২০ এপ্রিল, ২০২৫)
সর্বাধিক পঠিত
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
কপি-পেস্টে চলছে ১৩ পত্রিকা, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
গাজীপুরে সেই দুই শিশুকে হত্যা করেছেন মা: পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
আ.লীগের ঝটিকা মিছিল, বিপাকে পুলিশ
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা: নিন্দা জানালো ভারত