X
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
৬ বৈশাখ ১৪৩২

ব্রাজিলে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩৭ 

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ২৩:৪৭

ব্রাজিলে একটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। দেশটির মিনাস গেরাইস রাজ্যে শনিবার (২১ ডিসেম্বর) একটি বাস ও ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা দমকল বাহিনীর কর্মকর্তাদের বরাতে মার্কিন বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।

টিয়োফিলো ওটোনি শহরের নিকটবর্তী হাসপাতালে আরও ১৩ জনকে ভর্তি করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সাও পাওলো থেকে ৪৫ জন যাত্রী নিয়ে বাসটি রওনা হয়েছিল। চলন্ত অবস্থায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে হওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে সংঘর্ষ ঘটে।

এরপর অন্য একটি গাড়ি বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে সেই গাড়ির তিনজন যাত্রীই প্রাণে বেঁচে গেছেন বলে দমকল বিভাগ জানিয়েছে। স্থানীয় সময় ভোর ৪টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার ফলে বাসটিতে আগুন ধরে যায় বলে রয়টার্সের সূত্রে জানা গেছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে সড়কজুড়ে মোচড়ানো ও পুড়ে যাওয়া ধাতব অংশ, বাসের ছিন্নভিন্ন আসন ও যাত্রীদের কম্বল পড়ে থাকতে দেখা গেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত দমকলকর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এক দমকলকর্মী জানান, দুর্ঘটনাস্থলে চাপা পড়ে থাকা মৃতদেহ বের করতে একটি ক্রেনের প্রয়োজন হবে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২১ সালে ব্রাজিলে প্রতি ১ লাখ মানুষের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার ছিল ১৫ দশমিক ৭।  এটি ল্যাটিন আমেরিকার অন্য দেশ আর্জেন্টিনার মৃত্যুহারের তুলনায় অনেক বেশি। সেখানকার মৃত্যুহার প্রতি ১ লাখে ৮ দশমিক ৮। 

২০৩০ নাগাদ সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা ঘোষণা করেছে ব্রাজিল সরকার। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ৮৬ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

/এসকে/
সম্পর্কিত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তে ৫.৯ মাত্রার ভূমিকম্প
যুক্তরাষ্ট্রে ভেনেজুয়েলানদের বিতাড়নে যুদ্ধকালীন আইনের ব্যবহার স্থগিত
সর্বশেষ খবর
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিভাজন বড় বাধা: ঢাবি উপাচার্য
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
ভারত এক ফ্যাসিস্টকে জায়গা দিয়ে নিজেকেও ফ্যাসিস্ট প্রমাণ করেছে: দুদু
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
প্রশাসনে বৈষম্যের অভিযোগে কর্মচারী ঐক্য ফোরামের হুঁশিয়ারি
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
হিন্দু নেতা ভবেশ চন্দ্র রায় হত্যা : বাংলাদেশকে আবারও সতর্ক করলো ভারত
সর্বাধিক পঠিত
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
এক সংবাদ একই শিরোনামে ১৩ পত্রিকায়, সম্পাদকদের কারণ দর্শানোর নোটিশ
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
‘বাবা বাইরে মা ঘুমিয়ে’, দুই শিশুসন্তানকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
মগবাজার রেললাইনে বাস আটকে যাওয়া সম্পর্কে যা জানা গেলো
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
রাজধানীতে আবার আওয়ামী লীগের ঝটিকা মিছিল
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’
মৃত্যুর আগে ফেসবুকে লিখলেন ‘ওরা মানুষকে মানুষ মনে করে না’