X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৬ বৈশাখ ১৪৩২

সৌরবিদ্যুতের অতিরিক্ত সরবরাহ, সমাধান খুঁজছে অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ২১:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ২১:৩৫

অস্ট্রেলিয়া এই সপ্তাহে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছে। দেশটিতে এখন ৪০ লাখেরও বেশি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সৌর প্যানেল স্থাপন করা হয়েছে। মাত্র ২০ বছর আগে যেখানে সৌরবিদ্যুতের কোনও উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। সেখানে এই দ্রুত বৃদ্ধি দেশটির শক্তি ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে।

এই পরিবর্তন বিশেষত বসন্তকালে প্রকট। দিনের দীর্ঘতা ও রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়ে। তবে শীতল তাপমাত্রার কারণে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রপাতির ব্যবহার কমে যায়।

দক্ষিণ অস্ট্রেলিয়া এখন বিভিন্ন সময়ে তার বিদ্যুতের পুরো চাহিদা সৌর শক্তি দিয়ে মেটাচ্ছে। এই অতিরিক্ত বিদ্যুৎ অন্য রাজ্যগুলোতে রফতানি করা হচ্ছে। তবে, সৌরবিদ্যুতের এই অতিরিক্ত সরবরাহ অস্ট্রেলিয়ার বিদ্যুৎ ব্যবস্থায় নতুন কিছু সমস্যার জন্ম দিচ্ছে।

অ্যাডিলেডভিত্তিক বিদ্যুৎ বাজার বিশেষজ্ঞ জেস হান্ট বলেন, সৌরবিদ্যুতের এই প্রাচুর্য ঠিক পানির মতো। প্রতিটি রশ্মিকে সংরক্ষণ করা যেমন অবাস্তব, তেমনি প্রয়োজনও নেই। সৌর শক্তি ছড়িয়ে যাওয়া বা নষ্ট হওয়াকে সমস্যা হিসেবে দেখা উচিত নয়।

সৌরবিদ্যুতের অতিরিক্ত সরবরাহ, সমাধান খুঁজছে অস্ট্রেলিয়া

সৌরবিদ্যুৎ ব্যবহারে যে প্রধান চ্যালেঞ্জটি দেখা দিয়েছে তা হলো ন্যূনতম চাহিদা। এটি মূলত গ্রিড থেকে বিদ্যুতের চাহিদার পরিমাণ বোঝায়। গ্রিডের বাইরের উৎস, যেমন বাড়ির ছাদের সৌর প্যানেল থেকে সরবরাহিত বিদ্যুৎ এর অন্তর্ভুক্ত নয়।

ছোট আকারের সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ায় এই ন্যূনতম চাহিদা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। এটি গ্রিডে স্থিতিশীলতার অভাব তৈরি করে। বিশেষ করে দিনের মধ্যভাগে যখন সৌরবিদ্যুৎ উৎপাদন সর্বোচ্চে পৌঁছে।

অস্ট্রেলিয়ার শক্তি ব্যবস্থার এই চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাটারি বড় ভূমিকা রাখছে। ব্যাটারি ডেভেলপার এএমপিওয়াইআর-এর প্রধান নির্বাহী অ্যালেক্স ওনহাস জানান, উন্নত ইনভার্টার প্রযুক্তি ও ব্যাটারি ব্যবহার করে সৌর বিদ্যুৎ ব্যবস্থায় স্থিতিশীলতা আনা সম্ভব।

তিনি আরও বলেন, ব্যাটারি কেবলমাত্র বাড়তি শক্তি সঞ্চয় করতেই নয়, গ্রিডকে ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে। তবে, প্রতিটি সৌর ইউনিট সংরক্ষণ করা আর্থিকভাবে বাস্তবসম্মত নয়। এখানে ব্যয়ের সঙ্গে দক্ষতার ভারসাম্য খুঁজে নিতে হবে।

সৌরবিদ্যুতের অতিরিক্ত সরবরাহ, সমাধান খুঁজছে অস্ট্রেলিয়া

জেস হান্ট মনে করেন, ব্যাটারি ছাড়াও বিদ্যুৎ ব্যবহারের সময়সূচি পরিবর্তন করে এই সমস্যার সমাধান করা সম্ভব। তিনি বলেন, সৌরবিদ্যুৎ সর্বোচ্চ উৎপাদনের সময় বিদ্যুতের ব্যবহার বাড়ানো গেলে তা অনেক সাশ্রয়ী ও কার্যকর হবে।

তিনি বলেছেন, আমাদের সৌর শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে বিদ্যুতের চাহিদায় নমনীয়তা আনতে হবে। মনোভাব পরিবর্তনই এর মূল চাবিকাঠি।  

অস্ট্রেলিয়ার সৌরবিদ্যুৎ ব্যবস্থা একসময় অপ্রত্যাশিতভাবে চ্যালেঞ্জের মুখে পড়লেও এটি শক্তি ব্যবস্থায় একটি যুগান্তকারী পরিবর্তন ঘটিয়েছে। গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে ব্যাটারি ও অন্যান্য প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে ভোক্তাদেরও ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সূত্র: এবিসি নিউজ

 

/এএ/
সম্পর্কিত
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
ইউরোপ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ইস্যুতে যা বললেন এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী
কাশ্মীরে হামলার জবাব দিতে সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন মোদি: এনডিটিভি
সর্বশেষ খবর
প্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানপ্লাস্টিক বন্ধ, বনের জমি উদ্ধার ও বিধ্বংসী প্রকল্প বন্ধ করে কুড়িয়েছেন প্রশংসা
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘তোর সময় শেষ’ লেখা চিঠির সঙ্গে কাফনের কাপড় পাঠিয়ে সাংবাদিককে হুমকি
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় বাংলাভাষী মুসলিম: বিবিসি বাংলা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
নারিনের অলরাউন্ড নৈপুণ্যে দিল্লিকে হারালো কলকাতা
সর্বাধিক পঠিত
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
দ্বিতীয় বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি: প্রধান উপদেষ্টা
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
চাচাতো বোন আলিয়ার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত ইমরান!  
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন 
রুদ্ধদ্বার শুনানিতে জামিন পাননি খালেদা জিয়ার ভাগনে সাবেক এমপি তুহিন