ইসরায়েলের সঙ্গে ইরানের মিত্রদের যুদ্ধবিরতি নিশ্চিত হলে তেল আবিবের প্রতি নমনীয়তা দেখাতে পারে তেহরান। রবিবার (৩ নভেম্বর) এক বক্তব্যে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ফরাসি বার্তাসংস্থা এপি এ খবর জানিয়েছে।
রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আইআরএনএ, প্রেসিডেন্টকে উদ্ধৃত করে বলেছে, ‘যদি ইসরায়েলি তাদের আচরণ পুনর্বিবেচনা করে, একটি যুদ্ধবিরতি মেনে নেয় ও গণহত্যা বন্ধ করে, তবে আমাদের প্রতিক্রিয়ার তীব্রতা প্রশমিত হতে পারে।’
তবে তিনি সতর্ক করেছেন, ইরান তার সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিরুদ্ধে কোনও আগ্রাসনের সমুচিত জবাব দিতে পিছপা হবে না।
গত ১ অক্টোবর ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর জবাবে ২৬ অক্টোবর ইরানের সংবেদনশীল স্থাপনায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
ওই হামলার পর ইরান হুমকি দিয়ে বলে, সব হাতিয়ার নিয়ে তারা যথাযথ ব্যবস্থা নিতে প্রস্তুত আছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার বলেছেন, তারা অবশ্যই প্রতিশোধ নেবেন।
তেহরানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তৃতায় তিনি বলেছেন, মার্কিন প্রশাসন ও ইসরায়েলি শাসকগোষ্ঠীর বোঝা উচিত, ইরান ও ইরানি মানুষদের বিরুদ্ধে তারা যা করেছে, এর দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।